মতলব উত্তর প্রতিনিধি =
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় মতলব উত্তর উপজেলার ষাটনল রঙ্গুখাঁকান্দি থেকে হোসেন (১৯)কে পুলিশ আটক করেছে। ভ্রাম্যমাণ আদালত যৌন হয়রানির অপরাধে হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। গতকাল মঙ্গলবার দুপুরে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার একেএম মনিরুজ্জামান এ রায় প্রদান করেন।
জানা যায়, উপজেলার ষাটনল ইউনিয়নের রঙ্গুখাঁকান্দি গ্রামের জাহাঙ্গীর আলম মোল্ল্লার ছেলে মোহাম্মদ হোসেন (১৯) প্রায়ই একই বাড়ির স্কুল পড়ুয়া ছাত্রীকে উত্ত্যক্ত করতো। গতকাল মঙ্গলবার সকালে তাকে আপত্তিকর কথা বলে ও যৌন হয়রানি করে। স্কুল ছাত্রীর অভিযোগে মোহাম্মদ হোসেনকে মতলব উত্তর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেল তাকে ৩ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।