মতলব উত্তর সংবাদদাতা: চাঁদপুরের মতলব উত্তরে রাস্তার ইট তুলে নেওয়ার ঘটনা তদন্ত করতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তদন্ত টিম এসেছেন সরেজমিনে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ফতেপুর পুর্ব ইউনিয়নের বারহাতিয়া গ্রামে তদন্ত করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ জাকির হোসেন’সহ কর্মকর্তারা।
এসময় ইট খুলে নেওয়া রাস্তার পরিমাপ করেন কর্মকর্তাবৃন্দ। এবং এলাকাবাসীর সাথে কথা বলেন। সহকারী প্রকৌশলী মোঃ জাকির হোসেন বলেন, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আমি সরেজমিনে এসেছি। এসে দেখালাম প্রায় ১.১৬ কিলোমিটার হেরিংবন সড়কের ইট তুলে নিয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন দিব। পরবর্তীতে কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।
এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, ফতেপুর পুর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন সরকার, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাত, সাধারন সম্পাদক ইলিয়াস প্রধান’সহ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত প্রায় দুই মাস আগে কর্তৃপক্ষের কোন অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী ওই রাস্তার ইট নিয়ে গেছে। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে থানায় জিডি করেন ও কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেন। তার প্রেক্ষিতে বৃহস্পতিবার অধিদপ্তরের তদন্ত টিম আসেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/