প্রতিনিধি
মতলব উত্তর উপজেলায় সাপের কামড়ে আমিনা খাতুন (৫০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার চরমাছুয়া গ্রামের মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। আমিনা খাতুন এলাকার কালা মিয়ার স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, সকালে বাথরুমে যাওয়ার পর আমিনা খাতুন তার পায়ের আঙ্গুলে কি যেনো কামড় দিয়েছে বলে জানান। পরে নিজেই কাপড় দিয়ে পা বেঁধে রাখেন। ওই অবস্থায় নাতী-নাতনিদের সাথে আড্ডা দিয়ে রান্নার কাজে গেলে মাথা ঘুরে পড়ে যান। এ সময় তার পুত্রবধূর চিৎকারে বাড়ির লোকজন এসে তার ডান পায়ের আঙ্গুলে সাপের কামড়ের দাগ দেখতে পান। পরে তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানায় থানা পুলিশ।