প্রতিনিধি
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেন বাবু ও নূর আলম খলিফাকে থেকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনজার্চ মোঃ আনোয়ারুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে এসআই জসিম উদ্দিন, এসআই সুফল চন্দ্র সিংহ, এএসআই সুজন, এএসআই তোরাব হোসেন, এএসআই সোহাগ মলি্লক সন্ধ্যায় সঙ্গীয় ফোর্সদের সহায়তায় গত ৯ জুন মতলব উত্তর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে মধ্য লুধুয়া গ্রামের জাহাঙ্গীর প্রদানের ছেলে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন বাবু ও রাড়িকান্দি গ্রামের মৃতঃ নাছির উদ্দিন সরকারের ছেলে নূর আলম খলিফাকে ২১ পিচ ইয়াবাসহ লুধুয়া এলাকা থেকে গ্রেফতার করে। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।
এছাড়াও বৃহস্পতিবার রাতে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল হক কামালের নেতৃত্বে এসআই সুফল চন্দ্র সিংহ, এসআই ইব্রাহিম, এএসআই সুজন, এএসআই তোরাফ হোসেন, এএসআই সোহাগ মলি্লকসহ অন্যান্য ফোর্সদের সহায়তায় উপজেলার লুধুয়া এলাকা হতে ১৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাহিম (৩০) ও আলী আক্কাস (৩৮)কে আটক করে। আটক ইব্রাহিম উপজেলার মধ্য লুধুয়া গ্রামের মৃত মনির হোসেনের ছেলে। অপর আসামী আলী আক্কাস একই গ্রামের মৃত নূর প্রধানের ছেলে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মতলব উত্তর থানা পুলিশ।