প্রতিনিধি
মতলব উত্তর উপজেলায় ৬৫০ পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা মাসুদ খানকে আটক করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার ষাটনল লঞ্চঘাট এলাকা থেকে মালাইরকান্দি গ্রামের নজরুল ইসলাম খানের ছেলে মাদক বিক্রেতা মাসুদ খানকে আটক করা হয়। তার প্যান্টের পকেটে ৬৫০ পিচ ইয়াবা পাওয়া যায়।
অভিযান পরিচালনা করেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন মজুমদার, এসআই এনামুল হক, এএসআই মোজাম্মেল হক ও সঙ্গীয় ফোর্স।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত মাসুদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা রুজু হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন মজুমদার বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। মাদক নির্মূল করতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।