মতলব উত্তর: ঘুর্ণিঝড় মহাসেনের আঘাত প্রতিরোধে প্রস্তুত বিষয়ে মতলব উত্তর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা বুধবার বিকেলে ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গিয়াসউদ্দিন ইবনে রহমান (কাজল), কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাউয়ূম মজুমদার, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সফিকুল ইসলাম, শিক্ষাকর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোঃ বশিরুল আলম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, মৎস্য কর্মকর্তা ফিরোজ আহম্মেদ মৃধা, সহকারী শিক্ষা কর্মকর্তা রবিউল আলম, রওশন মাস-উদ, বিআরডিবি সহকারী কর্মকর্তা মামুনুর রশিদ।
আবহাওয়ার সংবাদে ঘুর্ণিঝড় মহাসেন দক্ষিণ উপকূলীয় এলাকায় আঘাত আনার ঘটনায় উপজেলা নির্বাহী কমিটির পক্ষ হতে ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের পক্ষ হতে মাইকিং করা হয়। সভায় সকলকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়।
চাঁদপুর নিউজ সংবাদ