মতলব উত্তর: মতলব উত্তর উপজেলা পরিষদ অফিসার্স ক্লাবের উদ্বোধন করা হয় রোববার। উপজেলা পরিষদ কমপেক্সের নিচতলায় অফিসার্স ক্লাবের উদ্বোধন করেন- চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অবঃ) এম. রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন- ইউএনও আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, ওসি খান মোঃ এরফান, উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ ইসমাইল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গিয়াসউদ্দিন ইবনে রহমান কাজল, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাইয়ূম মজুমদার, এলজিইডি প্রকৌশলী মোঃ এনামুল হক, বিআরিডবি কর্মকর্তা মোঃ ইসরাফিল হোসেন, মৎস্য কর্মকর্তা ফিরোজ আহম্মেদ মৃধা, নির্বাচন কর্মকর্তা কাজী হেকমত আলী, পিআইও সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী এমরান হোসেন চৌধুরী, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ সাইদুল আলম, সমবায় কর্মকর্তা মোখলেছুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মীর মোঃ আবদুল হান্নান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, একাডেমিক সুপারভাইজার বেগম কামরুন্নাহার, আনসার বিডিপি কর্মকর্তা মাহমুদা বেগম মুক্তা, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ।