মতলব উত্তর প্রতিনিধি :মতলব উত্তর উপজেলা যুবদলের জরুরী সাধারন সভা শনিবার বিকেলে ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ সর্দারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের সভাপতি মিয়া মঞ্জুর আমিন স্বপনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আমির হোসেন আমু’র সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন- ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইয়াছিন মোল্লা।
জরুরী সাধারন সভায় বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, জেলা যুবদল নেতা গোলাম কাদির, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের আহবায়ক তারিক সরকার, ছেংগারচর পৌর যুবদল নেতা উজ্জল ফরাজী, যুবদল নেতা নূরে আলম, মোহাম্মদ আলী জিন্নাহ, কাজী আব্দুল মতিন, মঞ্জুর আহম্মেদ, রাব্বানী, বিল্লাল হোসেন, বিল্লাল হোসেন শান্ত, আবু সায়েম মেম্বার, মনির হোসেন মোল্লা, শামসুদ্দিন, লাল মিয়া লালু, আব্দুর আজিজ, বজলুল ঢালী, ছাত্রদল নেতা আশেফ মাহমুদ সংগ্রাম, অপু, সুমন, মোহন প্রমূখ।
জরুরী সাধারন সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়- আগামী এক মাসের মধ্যে উপজেলা যুবদলের পূণাঙ্গ কমিটি গঠন করা। উপজেলা যুবদলের সাধারন সম্পাদক আমির হোসেন আমু’র সাথে যুবদল নেতা নাজমুল হুদা ডলার অসৌজন্যমূলক আচরণ করায় তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য জেলা, কেন্দ্রীয় কমিটি এবং সাবেক প্রতিমন্ত্রী নূরুল হুদা বরাবর আবেদন জানানো।
জরুরী সভায় বক্তারা তাদের বক্তব্যে উপজেলা যুবদলের সাধারন সম্পাদক আমির হোসেন আমু’র কে নাজমুল হুদা ডলার লাঞ্চিত করার প্রতিবাদ জানিয়ে ডলারকে যুবদল থেকে বহিস্কার করার দাবী জানান। নাজমুল হুদা ডলারের বির“দ্ধে ব্যবস্থা না নেয়া পর্যন্ত ফরাজীকান্দি ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষনা দেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইয়াছিন মোল্লা।