স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলার মতলব উত্তর ও কচুয়া উপজেলায় ২৪টি ইউপি’র নির্বাচন ব্যাপক সংঘর্ষ , বিশৃংখলা ও জালভোট প্রয়োগের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অধিকাংশ কেন্দ্রেই প্রিসাডিং অফিসার ও প্রশাসন কে জিম্মি করে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট বাক] ভর্তি করার দৃশ্য পরিলক্ষিত করা গেছে। মতলব উওর উপজেলার ৯নং জহিরাবাদ ইউনিয়নে শান্তি পূর্ন ভোটচলছিল। হঠাৎ সকাল ১১টায় নৌকা প্রতীকের প্রার্থী আলী আক্কাছ বাদলের সমর্থকরা ভোট কেন্দ্রে প্রবেশ করে আনারস প্রতীকের এড: মনঞ্জুর মোশেদের লোকজন কে বাহির করে দিয়ে জাল ভোট দিতে থাকে। এতে করে ২ গ্ররুপের সংর্ঘষের সৃস্টি হয় । পুলিশ উভয় পক্ষের লোকজনকে কেন্দ্র থেকে বাহির করে দিলে ব্যাপক সংর্ঘষ বাধে । এ সংঘর্ষ ব্যাপক আকার ধারন করে। এ সময় তারা দেশীয় অ¯Í নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া চালায়। তাৎক্ষনিক পুলিশ লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়তনে আনে। এ ছাড়া ১০নং ফতেপুর ইউনিয়নে নির্বাচনি আচরন ভঙ্গ করার অপরাধে মতলব উওর উপজেলা ভুমি কর্মকতা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত বসিয়ে লুধুয়া এলাকার বাদশা পাটওয়ারী,ইলিয়াছ প্রধান ও পারভিন আক্তার কে ১হাজার টাকা করে জরিমানা করেন
সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যš চলে। দু’উপজেলার ১২টি করে ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হলেও মতলব উত্তর উপজেলার বাকি ২টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ জুন।
২৪ ইউপিতে নির্বাচন হলেও চেয়ারম্যান পদে নির্বাচন হয় ১৬ ইউপিতে। ইতোমধ্যে মতলব উত্তর উপজেলার ৮ ইউপিতে ÿমতাসীন দল আ’লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৪টিতে নিজ দলের বিদ্রোহীরা কঠোর অবস্থানে থাকায় সেখানে নির্বাচন অনুষ্ঠান দিতে বাধ্য হচ্ছে প্রশাসন।
এদিকে মতলব উত্তর উপজেলার আজ অনুষ্ঠেয় ১২টি ইউপির মধ্যে ৮টিতে’ই চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। অপরদিকে কচুয়া উপজেলায়ও প্রায় বিরোধী দলবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপিসহ অন্যান্য বিরোধী দলীয় চেয়ারম্যান প্রার্থীরা মাঠে নেমে নির্বাচনী প্রচারণার’ই সুযোগ পায়নি। তাদের মনোনয়নপত্রও দাখিল করতে হয়েছে চাঁদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে।
মতলব উত্তর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের মধ্যে ইতোমধ্যে বাগানবাড়ি, দুর্গাপুর, ফতেপুর পশ্চিম, এখলাছপুর, ইসলামাবাদ, মোহনপুর, সাদুলøাপুর ও ষাটনলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। ফরাজীকান্দি, ফতেপুর পূর্ব, জহিরাবাদ ও সুলতানাবাদ ইউপিতে চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেছেন। ১২টি ইউপিতে ৩০১ জন সাধারণ সদস্য পদে এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৮১ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতায় অংশ নেয়।