মতলব উত্তর:
মতলব উত্তর উপজেলার ভারকপ কিন্ডার গার্টেন (পাঁচানী চৌরাস্তা) ও আমুয়াকান্দি এম. টেকনিক্যাল একাডেমির শিক্ষার্থীরা ষাটনল পর্যটন কেন্দ্রে শিক্ষা সফরে যান। বৃহস্পতিবার সকালে ষাটনল পর্যটন কেন্দ্রে ভারকপ কিন্ডার গার্টেন (পাঁচানী চৌরাস্তা) ও আমুয়াকান্দি এম. টেকনিক্যাল একাডেমির শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা শিক্ষা সফরে যান।
শিক্ষা সফরে উপস্থিত ছিলেন- ভারকপ কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান, মাতলবুর রহমান, প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ, শিক্ষক ফেরদৌসী জাহান নিলা, আকলিমা বেগম, খালেদা আক্তার, শুভদা রাণী দাস, মুক্তা, আমুয়াকান্দি এম. টেকনিক্যাল একাডেমির শিক্ষক আনোয়ারা বেগম, শারমিন আক্তার, ফাতেমা আক্তার, রুজিনা আক্তার, লাইলী আক্তার, জুঁতি আক্তার ও রুজিনা আক্তার।
শিক্ষার্থীরা সারাদিন খেলা-ধূলা, গান বাজনা ও বিনোদনের মধ্য দিয়ে কাটায়। দুপুরে এক সাথে বসে খাবার খায়।