শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুরে মদ্যপান অবস্থায় মোটরসাইকেল চালানোর অপরাধে মতলব দক্ষিন ডিগ্রি কলেজের প্রফেসার ও কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক সহ ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ। গত বৃহস্পতিবার রাত ২ টায় চাঁদপুর আদালতের সামনে থেকে তাদের আটক থানায় নিয়ে আসে। পরে শুক্রবার দুপুরে তাদের ডিবি আফিসে নিয়ে আসে।
জানা যায়, মতলব দক্ষিন ডিগ্রি কলেজের প্রফেসার জিএম হাবিব চাঁদপুরে রাতে চাঁদপুর কালিবাড়ি এলাকার তার বন্ধুর কাছে আসে। এসময় সে ক্লাসিক টেইলারের মালিক টকু ও সিংঙ্কু সহ এক সাথে মদ পান করে। পরে রাত ২ টায় মদ্যপান অবস্থায় মোটরসাইকেল নিয়ে মতলবের উদ্দেশ্যে রওনা হয়। পুলিশ সুপার শামসুরন্নাহারের নির্দেশ্যে ডিবি পুলিশ আদালতে সামনে চেক পোস্ট বসিয়ে তল্লাশী চালায়। এসময় কলেজের প্রফেসার ও কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক সহ ৩ জন মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে তাদের ডিবি পুলিশ থামানোর জন্য সিকন্যাল দেয়। তারা মোটরসাইকেল না থামিয়ে চলে যাওয়ার সময় তাদের ডিবি পুলিশ পথ গতিরোধ করে তাদের আটক করে। আটক জিএম হাবিব,তার বন্ধু টকু ও সিংঙ্কুকে পুলিশ রাতেই চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কতব্যরত ডাক্তার জানায়, তারা ৩ জন অতিরিক্ত মদ্যপান করেছে। মদ্যপান করে মোটরসাইকেল চালানোর সময় যে কোন দূরঘটনা ঘটনা সম্ভবনা ছিলো।
আটককৃতদের ছাড়িয়ে নেওয়ার জন্য কমিউনিটি পুলিশিং এর অনেক কর্মকর্তা চেষ্টা তবদির চালিয়ে যায়। শুক্রবার ডিবি পুলিশ তাদের আদালতে না পাঠিয়ে ডিবি কার্যালয়ে আটক করে রেখেছে বলে জানা যায়।