মতলব ডিগ্রি কলেজে ফরম পিলাপ করতে না পারায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল শনিবার কলেজে ও শিক্ষকের বাসভবনে ভাংচুর করেছে। এছাড়াও একই সময় তারা শিক্ষকদের সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপাধ্যক্ষের রুমে অবরুদ্ধ করে রাখে। এ সময় তাদের হামলায় আহত হয় ভুগোল ও পরিবেশ বিভাগের পরিদর্শক অসক কুমার রায়।
কলেজের শিক্ষকরা জানায়, মতলব ডিগ্রি কলেজ থেকে এবছর এইচ এস.সি নির্বাচনী পরীক্ষায় ৫শ’ ৯১জন অংশ নেয়। এতে পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই একাধিক বিষয়ে উত্তীর্ণ হতে পারেনি। কলেজ পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১/২ বিষয়ে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরসহ মোট ৪শ’ ১৭জনকে ফরম পিলাপের অনুমতি দেয়া হয়। আর বাকী ১শ’ ৭৪জন ফরম পিলাপ করতে পারেনি। তারা সর্বদলীয় রাজনৈতিক নেতাদের সহযোগিতায় গত শুক্রবার থেকে শুরু করে কলেজে গতকাল পর্যন্ত ব্যাপক দাঙ্গা-হাঙ্গামা করে।
আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজের উপাধ্যক্ষ আসাদুর রহমানের কক্ষে প্রায় ১০জন শিক্ষককে জোরপূর্বক ভিতরে প্রবেশ করিয়ে বাহিরে তালা মারে। এই অবস্থায় বাকী শিক্ষকরা দুপুর ১টায় তালা ভেঙ্গে অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধার করে।
বিকাল ৩টায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা পুনরায় লাটি সোটা নিয়ে কলেজের ভিতরে প্রবেশ করে ভুগোল পরিবেশ বিভাগের পরিদর্শক অসক কুমার রায়ের ঘর-বাড়ি ভাংচুর চালিয়ে তাকে ইট দিয়ে আঘাত করে মারাত্মক আহত করে। একই সময় তারা কলেজের বিজ্ঞান ভবনেও ব্যাপক ভাংচুর চালায়। এতে করে কলেজের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শিক্ষক অবরুদ্ধ ও কলেজ ভাংচুর করার পর মতলব দক্ষিণ থানার সেকেন্ড অফিসার মোরশেদ, এস.আই কালাম, দিপক, কৃষ্ণসহ সঙ্গীয় ফোর্স নাম মাত্র কলেজে প্রবেশ করে চলে আসে। শিক্ষক আহত ও ভাংচুরের ঘটনার খবর শুনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে উত্তেজিত নেতা-কর্মীরা ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গন থেকে সরে যায়। এই ঘটনায় মতলবে থম থমে অবস্থা বিরাজ করছে।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।