মতলব দক্ষিণ : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ মঙ্গলবার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন, রংধনু সমাজ উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লক্ষ্মী রাণী দাস (তারা), উপজেলা কৃষি কর্মকর্তা আবু আদনান, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় অফিসার বাবু দুলাল চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হুমায়ুন কবির প্রধান, দেওয়ান মো. রেজাউল করিম, উপজেলা সমাজ সেবা অফিসার মো. রুহুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারহানা আক্তার (রুমা)। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন- জাফর আহমেদ ও গীতা পাঠ করেন, সাংবাদিক নিমাই চন্দ্র ঘোষ। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, মৎস্যচাষী ও বিশিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে উপাদী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মরহুম নাজিম উদ্দিন আলমের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়। পরে মতলব ডিগ্রি কলেজের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
উল্লেখ্য, ৭ দিন ব্যাপী মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিনে সমগ্র উপজেলায় বাজারে ফরমালিন বিরোধী মোবাইল কোর্ট, তৃতীয় দিনে বর্তমান সরকারের ৪ বছরের মৎস্য সেক্টরের অগ্রগতি বিষয়ে আলোচনাসভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন। চতুর্থ দিনে মৎস্য আইন বাস্তবায়ন মোবাইল কোর্ট। পঞ্চম দিনে উপজেলা পরিষদ মিলনায়তনে গণমাধ্যম ব্যক্তিদের সাথে মৎস্য সেক্টরের অগ্রগতি নিয়ে আলোচনা। ষষ্ঠ দিনে মতলব ডিগ্রি কলেজ মাঠে প্রামাণ্য চিত্র প্রদর্শন ও সপ্তম দিনে উপজেলা পরিষদ মিলনায়তনে মূল্যায়ন, সমাপনি ও উপজেলা শ্রেষ্ঠ মৎস্যকর্মীদের মাঝে পুরস্কার বিতরণ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।