প্রতিনিধি
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের তাতখানা গ্রামের প্রেমিকা তানিয়ার আত্মহত্যার ঘটনায় প্রেমিক হাসান (১৭) জেলহাজতে। স্থানীয় জনতা প্রেমিক হাসান পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করলে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তানিয়ার পিতার দায়েরকৃত আত্মহত্যা করার প্ররোচনা মামলায় তাকে গতকাল ৯ আগস্ট চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
জানা যায়, ওই গ্রামের দিনমজুর হান্নান বেপারীর স্কুলে পড়–য়া মেয়ে তানিয়াকে বিয়ের প্রলোভন দেখিয়ে একই বাড়ির মোস্তফা বেপারীর ছেলে হাসানের সাথে দীর্ঘদিন যাবৎ অবৈধ সম্পর্ক গড়ে তোলে। গত ৭ আগস্ট রাতে তানিয়াকে ডেকে নিয়ে নির্যাতন করে। পরদিন ৮ আগস্ট সকালে ঘটনাটি তার মাকে অবহিত করলে তার মা’সহ বাড়ির অন্যান্যরা হাসানের পরিবারকে ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করলে তাদেরকে অপমান করে তাড়িয়ে দেয়। পরে তানিয়া মনের ক্ষোভে গলায় ওড়না পেচিয়ে তার চাচা মিজানুর রহমান বেপারীর ঘরের বাঁশের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে মতলব দক্ষিণ থানা-পুলিশ তানিয়ার লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে প্রেরণ করে। মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) মোঃ শহীদুল ইসলাম জানান, তানিয়ার সাথে একই বাড়ির হাসান নামক এক যুবকের দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ছেলের পরিবার তাদের সম্পর্ক মেনে না নেয়ায় ক্ষোভে সে আত্মহত্যা করে। এ ঘটনায় স্থানীয় জনতা হাসানকে আটক করে আমাদের নিকট সোপর্দ করে। মেয়ের বাবা হান্নান বেপারীর দায়েরকৃত আত্মহত্যা করার প্ররোচনা মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়।