প্রতিনিধি =
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর এলাকার মোতালেব হত্যা মামলার প্রধান আসামী সুমন পাটোয়ারীকে (৪০) গত ২৭ নভেম্বর গভীর রাতে নিজ বাড়ি থেকে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। থানার এসআই মোঃ কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন পাটোয়ারী ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গতকাল তাকে চাঁদপুর কোর্টে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বুধবার সকালে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর কলেজের উত্তর পাশে সেকানত্দর খাঁ’র নির্মাণাধীন টিনশেড ঘর থেকে নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোতালেব হোসেন (৪০)-এর লাশ উদ্ধার করা হয়। নিহত মোতালেবের বাড়ি নারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ বারিগাঁও গ্রামে এবং তার পিতার নাম মৃত জুনাব আলী প্রধান।
পরে নিহতের বড় ভাই মোসত্দফা বাদী হয়ে চাঁদপুর কোর্টে একটি হত্যা মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত গত ২৮ অক্টোবর মতলব দক্ষিণ থানায় মামলাটি প্রেরণ করে।