মিজান লিটন ॥
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী গ্রামের ভুট্টা ক্ষেত থেকে উদ্ধারকৃত অজ্ঞাত ব্যক্তির লাশের সন্ধান ১৬দিন পর পাওয়া গেছে। মৃত ব্যক্তি চাঁদপুর সদর উপজেলার বড় স্ট্রেশন ক্লাব রোডের মৃত নুরুল ইসলামের ছেলে নূর মোহাম্মদ। সে পেশায় একজন কসাই। তাঁর স্ত্রী পারভীন, ছেলে পারভেজ ও মেয়ে তানিয়া, শ্যালক মাসুদ, মারুফ গতকাল সকালে মতলব দক্ষিণ থানায় এসে মৃত ব্যক্তির ছবি এবং পড়নের কাপড় সনাক্ত করে।
এ ব্যাপারে মৃত নুর মোহাম্মদের বোন হেনা জানান, দৈনিক পত্রিকা ও পোস্টার দেখে আমরা মতলব দক্ষিণ থানায় যোগাযোগ করে তার সন্ধান পাই।
উল্লেখ্য, গত ২মার্চ গভীর রাতে কে বা কারা লাশটি ভুট্টা ক্ষেতে ফেলে রাখে। তার পরনে কাছা দেওয়া লুঙ্গি ও হাফ হাতার গারো নীল রংঙ্গের শার্ট ও সাদা গেঞ্জি রয়েছে। এ ব্যাপারে উপাদী ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার জাকির হোসেন বাদী হয়ে গত ৩ মার্চ একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং- ০৪। পরে লাশটি চাঁদপুর আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।