মতলব দক্ষিণ :অবশেষে মতলব দক্ষিণ উপজেলায় বহু কাঙ্ক্ষিত পল্লী বিদ্যুতের উপকেন্দ্র হচ্ছে। জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণে এখানে বিদ্যুৎ উপকেন্দ্রটি এতদিন হচ্ছিল না। অবশেষে সে জটিলতার অবসান হলো। ৩৫ লাখ টাকা ব্যয়ে ভূমি অধিগ্রহণ করা হয়েছে। উপ-কেন্দ্রের জন্য স্থান নির্ধারণও হয়ে গেছে। এ বছরই নির্মাণ কাজ শুরু এবং শেষ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মতলব দক্ষিণে বিদ্যুতের অব্যাহত লোডশেডিং থেকে মুক্তি পেতে সম্প্রতি মতলব পৌরসভার বেশ ক’টি স্থানে পল্লী বিদ্যুতের সাব-স্টেশন করার জন্য জায়গা দেখা হলেও জমি অধিগ্রহণ করা সম্ভব হয়নি। ৩৩/১১ কেভি ১০ এমভিএ উপ-কেন্দ্রের জন্য উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের পশ্চিম নাগদা ২৯১, ২৯২, ২৯৩, ২৯৬, ২৯৭, ২৯৮, দাগে ২০৯নং মৌজায় ৩৩ শতাংশ জমি ক্রয় করা হয়। গত ২ ফেব্রুয়ারি সকাল ১১টায় চাঁদপুর-২ আসনের সাংসদ এয়ার ভাইস মার্শাল (অবঃ) এম রফিকুল ইসলাম মতলব দক্ষিণে পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের জন্য নির্ধারণ করা স্থান পরিদর্শন করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, পল্লী বিদ্যুতের মতলব জোনাল অফিসের ডিজিএম মোঃ আক্তার হোসেন উপস্থিত ছিলেন।
এদিকে গত ৩১ জানুয়ারি বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম আক্তার হোসেন, হাজীগঞ্জ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন মৃধা, জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখার সার্ভেয়ার মোস্তফা কামাল, মোঃ আঃ ওয়াদুদ, পল্লী বিদ্যুতের এজিএম (কম) মোঃ শহীদ উল্লাহ উপস্থিত থেকে সাব-স্টেশনের জন্য নির্ধারিত জায়াগাতে খুঁটি বসিয়ে এবং সাইন বোর্ড ঝুলিয়ে স্থান নির্ধারণ করে দেন। পরে দোয়া ও মোনাজাত করা হয়।
পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ আক্তার হোসেন জানান, স্থানীয় এমপি রফিকুল ইসলামের হস্তক্ষেপে ও তাঁর তদারকিতে দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে মতলব দক্ষিণে পল্লী বিদ্যুতের সাব-স্টেশন করা সম্ভব হচ্ছে। তিনি আরো বলেন, খুব শীঘ্রই কুমিল্লা প্রজেক্ট ডিভিশনের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করতঃ উপকেন্দ্র নির্মাণ কাজ শুরু করা হবে। প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে ভূমি অধিগ্রহণ করা হয়েছে এবং সাব-স্টেশন স্থাপনে প্রায় ১ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে বলেও তিনি এ প্রতিনিধিকে জানান। এ বছরই সাব-স্টেশন নির্মাণ কাজ সম্পন্ন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।