স্টাফ রিপোর্টার:
মতলব দক্ষিনে পানিতে ডুবে ৩ বছরের ২শিশুও কচুয়ায় গর্তের পানিতে পড়ে দেড় বছরের ১শিশুসহ ৩শিশুর করুন মৃত্যু হয়েছে।
ঘটনা গুলো ঘটেছে,গতকাল বুধবার দুপুরে ও বিকেলে কচুয়া উপজেলার মনপুরা বংশী বাড়িতে , মতলব দক্ষিনের নলুয়া গ্রামে ও কালিকাপুর গ্রামে। কচুয়ার জহিরুল ইসলামের শিশু কন্যা সামিয়া জাহান তাদের পাশ্ববর্তী ঘরের নূরুল ইসলামের গর্ত করা গর্তের পানিতে বিকেলে পড়ে মৃত্যু বরন করেছে। এ ছাড়া মতলব দক্ষিনের মঞ্জুর হোসেনের ৩ বছরের কন্যা মারিয়া আক্তার দুপুরে নিজ বাড়ির পুকুরে পড়ে মারা যায়। অপর দিকে একই এলাকার বোরহান উদ্দিনের ৩ বছরের শিশু মো: নিরব সবার অজান্তে দুপুর ২টায় পার্শ্ববর্তী পুকুরে পড়ে মারা যায়।
এক ঘন্টার ব্যাবধানে তাকে ৩টায় উদ্বার করা হয় পুকুর থেকে। তাৎক্ষনিক এদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষনা করেন। কচুয়ায় শিশু মৃত্যুর ঘটনায়
জহিরুল ইসলাম তার বাড়ির নূরুল ইসলাম গংদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে। কচুয়া থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম খলিল জানান,অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করা হবে।