শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর জেলার মতলব দক্ষিন উপজেলায় বাড়ি করতে সন্ত্রাসীদের চাহিদা মাফিক চাঁদা না দেওয়ার স্কুলের শিক্ষক ও তার ছেলেকে কুপিয়ে জখম করেছে। গুরুত্তর আহত অবস্থায় ছেলে ফয়সাল(২৬) চাঁদপুর সদর হাসপাতালে মৃত্যুর জন্ত্রনায় ছটফট করছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে ১০টায় মতলব দক্ষিন নব কলস আদর্শ স্কুলের পিছনে স্কুলের প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের বাড়িতে। এই ঘটনায় সন্ত্রাসীদের ভয়ে সেই পরিবারটি গৃহবন্ধি হয়ে পরেছে।
জানা যায়, মতলব উত্তর লাধুয়া গ্রামের খাঁন বাড়ির বাসিন্ধা ও গাজিপুর কে.এল উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক বিল্লাল হোসেন গত ১২ বছর পূর্বে আওয়ামীলীগ নেতা হুমায়ন প্রধানিয়ার কাছ থেকে ৫ শতক জায়গা ক্রয় করে। সেই জায়গায় স্কুলের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন ৩ তলা ভবনের কাজ শুরু করে। এই খবর পেয়ে এলাকার চাঁদাবাজরা এসে প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের কাছে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা বাড়ির কাজ বন্ধ করে দেয়। এ সময় প্রধান শিক্ষক বিল্লাল হোসেন ও তার ছেলে ফয়সাল প্রতিবাদ করলে তাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। তাদেও তারা ক্ষান্ত না হয়ে বাড়ির কাজ বন্ধ করে দিয়ে তাদেরকে জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এই ঘটনায় আহতরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।