মতলব : নির্বাহী প্রকোশলী, সওজ, সড়ক বিভাগ চাঁদপুরের মতলব ফেরিঘাটের ইজারাদারকে অবৈধভাবে জোরপূর্বক উচ্ছেদ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে মতলব ফেরিঘাটে চাঁদপুরের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকোশলী মো. জাহিদ হোসেন, সাব-ডিভিশন প্রকোশলী শাহারুল আমিন, উপ-সহকারী প্রকোশলী মোশারফ হোসেন সহ অন্যান্য লোকজন নিয়ে এসে স্থানীয় থানা পুলিশের মাধ্যমে ফেরির ইজারাদারের টোল আদায়ের রশিদ বইসহ প্রয়োজনীয় কাগজপত্র রেখে ইজারাদারকে উচ্ছেদ করা হয়। এ ঘটনা নিয়ে দীর্ঘক্ষণ ইজারাদার ও নির্বাহী প্রকোশলীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ফেরী চলাচল বন্ধ থাকায় নদীর দুপারে দীর্ঘক্ষণ যানবাহন পারাপার বন্ধ থাকায় চরম দুর্ভোগ সৃষ্টি হয়। ফেরীর ইজারাদার মো. আবুল বাসার পারভেজ (মের্সাস উজ্জল এন্টারপ্রাইজ) বাদী হয়ে নির্বাহী প্রকোশলী মো . জাহিদ হোসেন সহ কয়েকজনের বিরুদ্বে মতলব দক্ষিণ থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানান। আবুল বাসার পারভেজ সাংবাদিকদের জানান, তিনি বাদী হয়ে সম্প্রতি ফেরির ইজারা নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করে। ওই মামলার রায় হয় মের্সাস উজ্জল এন্টারপ্রাইজের পক্ষে। সে রায়ের কপিসহ গত ৯ জুলাই চাঁদপুরের নির্বাহী প্রকোশলী সরক ও জনপদ বিভাগে আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে আবুল বাসার পারভেজকে ফেরি ঘাট পরিচালনা করার অনুমতি দেয় পরবর্তিতে ঘাটে আদায়কৃত টোলের রাজস্ব জমা দেওয়ার জন্য সড়ক ও জনপদের অফিস থেকে তাগিদ দেয়া হয় বলেও তিনি সাংবাদিকদের জানান।
ফেরির আদায়কৃত টোলের রাজস্ব টাকা কোন খাতে জমা দিতে হবে এ বিষয়ে জানতে চাইলে বিষয়টি অফিসের কর্মকর্তারা এড়িয়ে গিয়ে নির্বাহী প্রকোশলী মোটা অংকের টাকা দাবি করে বলেও জানান এবং রাজস্বের টাকা ঈদের পর জমা দিতে বলে। ওই টাকা দিতে অস্বীকৃত হলে বৃহস্পতিবার দুপুরে তিনি সহ তার অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মীদের নিয়ে এসে হাইকোর্টের রায় অমান্য করে ফেরি ইজারাদার পারভেজকে উচ্ছেদ করে তাদের লোক দিয়ে টোল আদায় করতে থাকে।
এসময় নির্বাহী প্রকোশলী মো. জাহিদ হোসেন উত্তেজিত হয়ে ইজারাদার আবুল বাসার পারভেজকে বলেন, আমি যে হাইকোর্টের নির্দেশ অমান্য করে এখানে এসেছি আপনি পারলে আমার বিরুদ্বে আদালত অবমাননার মামলা করে আসেন। এ ব্যাপারে স্থানীয় সাংবাদিকরা জানতে চাইলে নির্বাহী প্রকোশলী কোন প্রশ্নের জবাব না দিয়ে এড়িয়ে যান। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, সওজ’র নির্বাহী প্রকোশলী থানায় পুলিশ ফোর্সের জন্য আবেদন করলে আবেদনের প্রেক্ষিতে পুলিশ ফোর্স পাঠাই। ফেরির ইজারাদার আবুল বাসার পারভেজ এসংক্রান্ত বিষয়ে কোন জিডি বা অভিযোগ দিয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান আমার কাছে একটি লিখিত অভিযোগ নিয়ে এসেছিল আমি তা রাখিনি।
শিরোনাম:
রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।