স্টাফ রিপোর্টার:
মতলব দক্ষিণ উপজেলায় শনিবার রাত ৮টা থেকে ফেরীঘাটের উত্তর পাড়ের পল্টুন ও রাস্তা হঠাৎ জোয়ারের পানিতে নিমজ্জিত হয়েছে। এতে শনিবার রাত ৮টা থেকে ফেরী চলাচল বন্ধ রয়েছে। ফলে দু’পাড়ে শত শত যানবাহন আটকে পড়ে জন দূর্ভোগ সৃষ্টি হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মতলব ফেরী ঘাটের উত্তর পাড়ের পল্টুন ও রাস্তায় হঠাৎ জোয়ারের পানিতে নিমজ্জিত হয়ে যানবাহন পাড়া-পাড়ে বিঘœ সৃষ্টি হয়। এতে ফেরী পার হতে গিয়ে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৫-৮১৩০) ইঞ্জিনে পানি প্রবেশ করে বিকল হয়ে পড়ে। এ সময় এলাকাবাসীর সহযোগীতায় আধাঘন্টা চেষ্টার পর গাড়িটি উপরে তোলা হয়। যার ফলে ফেরীতে থাকা অন্যান্য গাড়িগুলো যাত্রি নিয়ে শনিবার রাত হতে দীর্ঘ সময় আটকা পরে রয়েছে। ফেরী আটকা পরে থাকায় যাত্রিরা চরম দুরর্ভোগের মধ্যে পরে রাএি যাপন করতে হয়েছে । রবিবার দুপুরে থেকে সড়ক ও জন পদ ফেরী চলাচলের জন্য ফেরীর সামনের রাস্তার মেরা মতের কাজ দ্রত করে যাচেছ বলে জানিয়েছে,সড়ক ওজনপদ সহকারী প্রকোশলী রতন দত্ত ।