প্রতিনিধি
মতলব বাজারে গাউছিয়া মার্কেটে বৈদ্যুতিক সর্টসার্কিটে একটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ী ও জনসাধারণের তাৎক্ষণিক প্রচেষ্টায় পানি নিক্ষেপ করে আগুন নেভানোর ফলে মতলব বাজার ভয়াবহ অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। জানা যায়, গতকাল শুক্রবার রাত ৮টায় মতলব বাজারের গাউছিয়া মার্কেটের চয়েজ কালেকশান দোকানে বৈদ্যুতিক সটসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। আগুন দেখে আশেপাশের ব্যবসায়ী ও বাজারে আসা শ’ শ’ লোক আগুন নেভাতে ছুটে আসে। ব্যবসায়ী ও জনসাধারণের প্রচেষ্টায় পানি নিক্ষেপ করে দোকানের আগুন নিয়ন্ত্রণে আসে। পুরো মতলব বাজার ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায়। আগুনে চয়েজ কালেকশান দোকানের প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়। রাত সাড়ে ৯টায় সংবাদ লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কোনো গাড়ি ঘটনাস্থলে যায় নি। সংবাদ পেয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব কাজী নাছির উদ্দিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন করেন।
উল্লেখ্য মতলব বাজার একটি ঐতিহ্যবাহী পুরনো ব্যবসা বাণিজ্য কেন্দ্র। মতলব দক্ষিণ উপজেলা সদর ও মতলব পৌরসভা এলাকা হলেও এখানে কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই। এ কারণে মতলব বাজারসহ আশেপাশের এলাকায় অগ্নিকাণ্ড ঘটলে স্থানীয় জনসাধারণই একমাত্র ভরসা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে চাঁদপুর জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের গাড়ি ও লোকজন ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়ে যায়। মতলব দক্ষিণ উপজেলা সদরে জরুরী ভিত্তিতে ফায়ার সার্ভিস স্টেশন মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর দাবি জানিয়েছেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।