শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নের রামদাসদি আশ্রয়ন প্রকল্পে কলা গাছ উপড়ে ফেলার ঘটনায় মদতি আবুল ৬ বছরের শিশু রাজুকে মারধর করে বালুতে পুতে ফেলার চেষ্টা করে। শিশুকে বাঁচাতে আসলে তার মা নাজমা বেগমকেও মারধর করে শাররীক নির্যাতন করার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে রামদাসদি আশ্রয়ন পকল্পের ২১১ নাম্বার ঘরের পাশে। এই ঘটনায় মদতি আবুলের শাস্তির দাবিতে আশ্রয়ন পকল্পের লোকজন বিক্ষোপ করেন। জানা যায়,দোকানঘর এলাকার বরকন্দাজ বাড়ির আবুল বরকন্দাজ(৫৫) প্রতিদিন রাতে পুরানবাজার থেকে বাংলা মদ খেয়ে এলাকায় এসে অসহায় মানুষদের নির্যাতন করে। তার ভয়ে কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পায়না। আবুল বরকন্দাজ আশ্রয়ন পকল্পের পাশে বেশ কয়েকটি কলা গাছ রোপন করে। এর মধ্যে একটি কলাগাছ কে বা কারা উপড়ে ফেলে। এই ঘটনায় সন্ধেহ করে আশ্রয়ন পকল্পের ২১১ নাম্বার ঘরের জেলে বাচ্চু দর্জির শিশু রাজুকে আবুল বরকন্দাজ মদ পান করে এসে তাকে মারধর করে বালুতে জীবন্ত পুরে ফেলার চেষ্টা করে। এ সময় মা নাজমা বেগম শিশুকে বাঁচাতে আসলে তাকেও মারধর করে। এলাকার লোকজন এসে তাদের মদতি আবুলের হাত থেকে রক্ষা করে। এলাকার বেশ কয়েকজন লোক জানায়, আবুল বরকন্দাজ মদপান করে আশ্রয়ন প্রকল্পের অনেক যুবতি ও গৃহবধুদের ভয় দেখিয়ে শাররীক নির্যাতন করেছে। তার ছেলে এখানে দোকানদারির অজুহাত দেখিয়ে বাবার মত মানুষের সাথে খারাপ আচরন করে। তাদের বাপ বেটার বিচারের দাবিতে এলাকাবাসি বিক্ষোপ করে। শিশুকে মারধর করার ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্থতি চলছে বলে জানা যায়।