মুসাদ্দেক আল আকিব =
চাঁদপুর সদর উপজেলার মধ্য আশিকাটি ইউনিয়নের চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের গাবতলী এলাকায় মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দু’সন্তানের জননী তাসলিমা বেগম (২৭) নিহত হন। এছাড়া তার দু’সন্তান শাহাদাত হোসেন (৬) ও ফাহিম (৪) গুরুতর আহত হয়। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল সকালে তাসলিমা ও তার দু’সন্তানকে নিয়ে সিএনজি (চাঁদপুর-থ ১১-১১৭২) যোগে শহরের দর্জি ঘাট এলাকায় নানার বাড়িতে আসার পথে বিপরীত থেকে আসা দ্রুতগামী মাইক্রোবাসটি সিএনজিকে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায়। এ সময় হাজীগঞ্জ থানার রান্ধুনীমুড়া এলাকার খন্দকার বাড়ির কামাল হোসেনের স্ত্রী দু’সন্তানের জননী তাসলিমা বেগম (২৭) সিএনজিতে থাকা মাইক্রোবাসের চাপায় ঘটনাস্থলেই মারা যায় এবং তার দু’শিশু সন্তান গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। পারিবারিক সূত্রে জানা যায়, তাসলিমা দু’শিশু সন্তানকে নিয়ে চাঁদপুর বঙ্গবন্ধু সড়ক এলাকার তার নানার বাড়িতে বেড়াতে আসার জন্য সকালে রওয়ানা দেয়। পথিমধ্যে সকাল সাড়ে ৭টায় চাঁদপুর মধ্য আশিকাটি ইউনিয়নের গাবতলী এলাকার সামনে আসলে বেপরোয়াগামী মাইক্রোবাস চালক সিএনজির ডান দিকে চাপা দিলে ঘটনাস্থলে তাসলিমা মারা যায়। এলাকাবাসী তাসলিমার সাথে থাকা মোবাইল থেকে আত্মীয়ের নাম্বারে ফোন করে ঘটনাটির সম্পর্কে অবহিত করে। পরে তারা তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে। খবর পেয়ে মডেল থানার এস.আই রাজিব ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজিটি আটক করে থানায় নিয়ে আসে। থানায় লাশ আনার পর তাসলিমার পরিবারের লোকজন ও তার প্রতিবেশিরা তাকে দেখার জন্য থানায় ভীড় জমায়। শিশু সন্তানের জননীর মৃত্যুতে তার পরিবারের মাঝে নেমে আসে শোকের ছায়া।
শিরোনাম:
বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।