মিজানুর রহমান রানা
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা ও নিউইয়র্ক ইন্ক রূপালী ফাউন্ডেশনের আয়োজনে মরহুম কামরুজ্জামান চৌধুরী স্মৃতি বাস্কেটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বলেছেন, বাস্কেটবল একটি সুন্দর খেলা। এই খেলা খেলতে বেশি জায়গার প্রয়োজন হয় না। চাঁদপুরে বাস্কেটবল খেলোয়াড়দের অনেক সুনাম রয়েছে। বাস্কেটবলের পাশাপাশি সাঁতার ও ফুটবলেরও সুনাম রয়েছে। প্রত্যেক খেলোয়াড়কে শৃঙ্খলার সাথে খেলতে হবে। শৃঙ্খলার সাথে যোগ্যতার স্বার রেখে জাতীয় পর্যায়ে খেলার যোগ্য হয়ে উঠতে হবে। এ জেলার খেলোয়াড়গণ যদি সবাই মিলে চেষ্টা করেন তাহলে বাস্কেটবল খেলার আরো উন্নয়ন সম্ভব হবে এবং তাতে চাঁদপুরের সুনাম বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন, প্রত্যেক খেলায়ই জয়-পরাজয় আছে। সফলতা-ব্যর্থতা আছে। পরাজয় অথবা ব্যর্থতায় দমে না গিয়ে বরং উৎসাহ-উদ্দীপনার সাথে সামনে এগিয়ে যেতে হবে। তাহলেই আমরা চূড়ান্ত ল্েয পৌঁছতে পারবো।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বাস্কেটবল উপ-কমিটির সভাপতি মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ আলম ছিদ্দিকী, মতলব উত্তর উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম ইমন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা হানিফ পাটওয়ারী, ক্রীড়া সংগঠক ও দৈনিক চাঁদপুর প্রবাহ’র প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক একেএম শফিক উল্যা সরকার, চাঁদপুর কাবের সাধারণ সম্পাদক ডা. মো. শহীদউল্যাহ, সদর উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তপন চন্দ, ক্রিকেট উপ-কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রোমান, ছাত্রলীগ নেতা জুয়েল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সাবেক ফুটবল খেলোয়াড় ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সাবেক ফুটবলার সিরাজুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে মরহুম কামরুজ্জামান চৌধুরীর স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়। উদ্বোধনী খেলায় অংশ নেয় প্রফেসর পাড়া ক্রীড়া চক্র বনাম চাঁদপুর ক্রিকেট একাডেমী। খেলায় প্রফেসরপাড়া ক্রীড়াচক্র ২৮-২০ স্কোর করে ক্রিকেট একাডেমীকে পরাজিত করে। প্রফেসরপাড়া ক্রীড়াচক্রের খেলোয়াড়গণ হচ্ছেন বিল্লাল, অসি, মামুন, সুমন, শাকিল, সঞ্জয়, রমজান, অনিক, অর্ণব। ক্রিকেট একাডেমী দলের খেলোয়াড়গণ হলেন আকাশ, সোহেল, মেহেদী, সাদ্দাম, মাহিম, সাকিব, তন্ময়, রাবিব। দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করে গুয়াখোলা ক্রীড়া চক্র বনাম অলস্টার ক্রীড়াচক্র। খেলায় গুয়াখোলা ক্রীড়াচক্র ২৩-১৪ স্কোর করে অলস্টার ক্রীড়াচক্রকে পরাজিত করে। গুয়াখোলা ক্রীড়াচক্র’র খেলোয়াড়গণ হলেন মিল্টন, জাহাঙ্গীর, সঞ্জয়, জীবন, রাজিব, হাসিব, জাহিদ, মাসুদ। অলস্টার কাবের খেলোয়াড়গণ হচ্ছেন বাঁধন, রুবেল, জুয়েল, হৃদয়, ফরহাদ, ওমর, রাহাদ, মিলন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।