স্টাফ রিপোর্টার:
মলম পার্টির খপ্পরে পড়ে ৩৫ বছর বয়স্ক এক অজ্ঞাত নারী অচেতন অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গতকাল সোমবার দুপুরে ওই নারীকে বোগদাদ বাস থেকে অচেতন অবস্থায় নামিয়ে চাঁদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ফয়সাল শপিংয়ের সামনে ফেলে রাখা হয়। মানুষ জন জড়ো হলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করেন। রাত ১২টা পর্যন্ত ওই নারীর জ্ঞান ফিরেনি। বর্তমানে তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ৪র্থ তলায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা বলছেন তাকে নেশা জাতীয় বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছে। ওই নারীর ব্যাগে বোগদাদ বাসের ও আন্তঃনগর মেঘনা এঙ্প্রেসের একটি টিকেট পাওয়া গেছে।