রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর মতলব উপজেলার দক্ষিন করবন্দ এলাকার ১০ম শ্রেণীর ছাত্রী নাছরিন আক্তারের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ মৃত্যুর ঘটনাটি রবিবার বিকাল ৫টায় স্কুল ছাত্রীর নাছরিনের বসতঘরে ঘটেছে বলে জানাযায়। এ মৃত্যুর ঘটনায় ব্যাপক রহস্যে রয়েছে বলে পুরো এলাকায় গুঞ্জন ছড়িয়ে পরে। এ ঘটনায় স্কুল ছাত্রীর লাশ ময়না তদন্তের জন্য চাঁদপরু মডেল থানায় নিয়ে আসা হয়। মৃত স্কুলছাত্রীর পারিবারিক সুত্রে জানাযায়, মতলব উপজেলার মাষ্টার বাজার ইউনিয়নের দক্ষিন করবন্দ এলাকার মিজি বাড়ীর মনির হোসেন মিজির মেয়ে নাছরিন আক্তার স্থানীয় মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ শেণীর ছাত্রী ছিলো। সে রবিবার বিকালে স্কুল থেকে বাড়িতে ফিরে নিজ ঘরে বসে টিভি দেখছিলো। এ সময় হটাৎ করে সে ঘুরে পরে গিয়ে টিভির সাথে তার মাথা আঘাত প্রাপ্ত হয়। এ সময় তাকে পরিবারের লোকজন ধরাধরি করে স্থানীয় মতলব চিকিৎসা কেন্দ্রে নেয়। পরবর্তীতে তাকে মৃত বলে ঘোষনা করা হয়। এদিকে স্কুল ছাত্রীর এ রহস্যেজন মৃত্যুকে বিষপানে আত্মহত্যা বলে পুরো এলাকায় গুঞ্জন ছড়িয়ে পরে। পারিবারিক ভাবে বিষপানের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে বলেও এলাকাবাসি সুত্রে পাওয়া যায়। এ বিষয়ে চাঁদপুর মডেল থানার উপ-পরি-দর্শক মো: রফিক জানায়, প্রাথমিক তদন্তে তেমন কিছু বুঝা যাচ্ছেনা। তবে মেয়েটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। বিষপানের কোন আলামত এ পর্যন্ত পাওয়া যায়নি। তবে কি কারনে ১০ শ্রেণীতে পড়–য়া এ স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে তা স্পষ্ট বুঝা না গেলেও এ মৃত্যুতে গভীর রহস্যে রয়েছে বলে এলাকাবাসি মন্তব্য করেন।