মিজানুর রহমান রানা
বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম, চ্যানেল আই’র জনপ্রিয় অনুষ্ঠান ‘কাফেলা’ ও ‘সত্যের সন্ধানে’সহ বিভিন্ন টিভি চ্যানেলের জনপ্রিয় ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক ও বিজ্ঞ আলোচক, আহলে সুন্নাত ওয়াল জামাআত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য আল্লামা শায়খ নুরুল ইসলাম ফারুকীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও বিক্ষোভে উত্তাল ছিলো পুরো চাঁদপুর জেলা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় চাঁদপুরেও গতকাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। চাঁদপুর শহরসহ প্রত্যেক উপজেলা সদর ও বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাআত, ইসলামী ফ্রন্ট, ইসলামী যুবসেনা, তরিকত ফেডারেশন, ইসলামী ছাত্রসেনা ও গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ জেলাব্যাপী এ প্রতিবাদ ও বিক্ষোভে নেতৃত্ব দেন। এ ছাড়া জমইয়াতে হিজবুল্লাহসহ বিভিন্ন সংগঠন একাত্মতা পোষণ করে প্রতিবাদ ও বিক্ষোভে অংশ নেন। গতকাল দিনব্যাপীই জেলার বিভিন্ন স্থানে হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ সুন্নী মুসলমানরা বিক্ষোভে ফেটে পড়ে। তারা বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধও করেন।
চাঁদপুর জেলা ইসলামী ফ্রন্টের উদ্যোগে গতকাল বেলা ২টায় চাঁদপুর শহরের শপথ চত্বরে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ মুফতি আবদুর রব আল কাদেরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য আল্লামা সৈয়দ জাহান শাহ মোজাদ্দেদী, আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী, হাফেজ মাওঃ জুনায়েদুল হক নকশেবন্দী, আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলার সভাপতি ড. একেএম মাহবুবুর রহমান, ইসলামী ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু জাফর মোঃ মাঈনুদ্দিন, চান্দ্রা দরবার শরীফের পীরজাদা মাওঃ হুজ্জাতুল্লাহ, জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ মোস্তাফিজুর রহমান খান, জমইয়াতে হিযবুল্লাহর শহর শাখার সাধারণ সম্পাদক মুফতি জিয়াউদ্দিন খন্দকার, বাংলাদেশ তরিকত ফেডারেশনের জেলা সভাপতি মাওঃ মোঃ মিজানুর রহমান, ইসলামী যুবসেনার জেলা আহ্বায়ক পীরজাদা মাওঃ খাজা মোঃ জোবায়ের, সদস্য সচিব মাওঃ গাজী মোঃ আবদুর রাহীম, ইসলামী ফ্রন্টের সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মাসুদুর রহমান, শহর জমইয়াতে হিজবুল্লাহর যুগ্ম সম্পাদক মাওঃ আবদুর রহমান গাজী, ইসলামী ছাত্রসেনার জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা ইসলামী ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ এএইচএম আহসান উল্লাহ। সমাবেশ শেষে চাঁদপুর শহরে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।
বক্তারা নির্মম এ হত্যাকাণ্ডের জন্য জামাত-শিবির এবং জঙ্গী ওহাবী-হেফাজতী-কওমীদের দায়ী করে বলেন, অবিলম্বে খুনিদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে। যারা নবী রাসূল, সাহাবা ও আউলিয়া কেরামের দুশমন সেই ওহাবী ও মওদুদীবাদীরাই এই জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে। কারণ, তারা এজিদের দোসর। বক্তারা এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কেন্দ্র ঘোষিত ৩১ আগস্ট রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি সফল করতে চাঁদপুর জেলাবাসীর প্রতি আহ্বান জানান। এ ছাড়া আজ বাদ জুমা সকল মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করার আহ্বান জানান।
শিরোনাম:
শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।