চাঁদপুর নিউজ রিপোর্ট
হাজীগঞ্জ উপজেলায় বিষ প্রয়োগে ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। উপজেলার ৫ নং সদর ইউনিয়নের উত্তর অলিপুর বেপারী বাড়ির মাহবুবের মাছের প্রজেক্টে বুধবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
মৎস্যচাষী মাহবুব জানান, বুধবার দুপুরে একই বাড়ির আবুল বাসারের ছেলে খোকন, সাদেক খাঁন, কবির হোসেন টিক্কা, মোস্তফা মাছের প্রজেক্ট নিয়ে হট্টোগোল সৃষ্টি করে। বৃহস্পতিবার ভোরে মাছের প্রজেক্টে এসে দেখি বিষক্রিয়ায় বিভিন্ন প্রজাতির মাছ ভেসে উঠেছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, মৎস্যচাষী মাহবুব বিষয়টি অভিযোগের মাধ্যমে অবহিত করেছে।