প্রতিনিধি
বিশ হাজার টাকা ঋণ না দেয়ায় হাফেজ শিকদার নান্নু নামের এক যুবক তার বৃদ্ধা ফুফুকে নৃশংসভাবে হত্যা করে। গত ১১ আগস্ট মতলব উত্তর উপজেলার ১১নং ফতেপুর পশ্চিম ইউনিয়নের উত্তর নাউরী গ্রামে বৃদ্ধা লায়লা বেগমকে (৮০) হত্যার পর ঢাকার রামপুরার বাসায় ফেরে নান্নু। এদিকে লায়লার মৃত্যুর ব্যাপারে সন্দেহ হলে অনুসন্ধান শুরু করে র্যাব। গত সোমবার সন্ধ্যায় রাজধানীর রামপুরা এলাকা থেকে র্যাবের একটি দল নান্নুকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নৃশংস হত্যার ঘটনার বর্ণনা দেয়। ঘাতক হাফেজ শিকদার নান্নু উপজেলার এখলাছপুর ইউনিয়নের নয়ানগর গ্রামের মৃত আবদুল হাই শিকদারের ছেলে।
গতকাল মঙ্গলবার র্যাব-১১-এর একটি দল ঘাতক দেওয়ান হাফেজ শিকদার নান্নুকে নিয়ে মতলব উত্তর থানায় হাজির হয়ে তাকে থানায় সোপর্দ করে। তার বিরুদ্ধে নিহতের ছেলে মোঃ ইউনুছ (আজাদ) বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
নান্নু জানায়, গত ১১ আগস্ট ছলেমান নামের এক ব্যক্তির কাছ থেকে পাওনা ২০ হাজার টাকা নিতে সে চাঁদপুর যায়। ছলেমান ওই দিন তাকে টাকা দেয়নি। পরে নান্নু রাত সাড়ে ১০টার দিকে ফুফুর বাড়িতে যায়। গ্রামের বাড়িতে তার ফুফু একা বাস করতেন। রাতে খাবার শেষে ফুফুর কাছে ২০ হাজার টাকা ঋণ চায় নান্নু। কিন্তু ফুফু টাকা দিতে রাজি হননি। মধ্যরাতে ফুফু ঘুমিয়ে পড়লে বাসায় থাকা রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে তাকে খুন করে নান্নু। রাত আড়াইটার দিকে বাইরে থেকে দরজা বন্ধ করে মোহনপুর লঞ্চঘাটে চলে আসে নান্নু। এরপর ঢাকার বাসায় ফিরে স্বাভাবিক জীবনযাপন শুরু করে।
ঘটনার পর ১৩ আগস্ট লায়লার দ্বিতীয় ছেলে মোঃ ইউনুছ আজাদ মামাতো ভাই নান্নুকে ফোন করে বলেন, তার মাকে পাওয়া যাচ্ছে না। এরপর আজাদ তার চাচাতো ভাই রহিমকে তাদের গ্রামের বাড়িতে মায়ের খবর নেয়ার জন্য পাঠান। রহিম বাসায় গিয়ে দেখেন, ঘর থেকে লাশের গন্ধ বের হচ্ছে। পরে স্থানীয়দের নিয়ে লায়লার লাশ বের করেন। এর পর নান্নু তার স্ত্রী ও ছেলেকে নিয়ে চাঁদপুরে পৌঁছে দাফন সম্পন্ন করে ঢাকায় ফেরে।
গতকাল মঙ্গলবার নান্নুর সঙ্গে আলাপকালে সে ফুফুকে হত্যার কথা স্বীকার করে অনুতপ্ত হয়।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান বলেন, বৃদ্ধার মৃত্যুর রহস্য বের করতে গিয়ে নান্নুর নাম জানা যায়। তার কথায় অসংলগ্নতা থাকার পর জিজ্ঞাসাবাদ করা হলে সে পুরো বিষয়টি খুলে বলে। মাত্র ২০ হাজার টাকা না দেয়ায় আপন ফুফুকে সে খুন করেছে। ওই বাসা থেকে টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান কিছু জিনিস নান্নু নিয়েছে কি-না খতিয়ে দেখা হবে।