স্টাফ রিপোটার ঃ
চাঁদপুরে মাদক আইনে মাদক সেবনকারী সোহেল খান (৩০) পিতা লতিফ খান সাং নানুপুর ,বাগাদী চাঁদপুর সদরকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । গত ২৩ জুন বিকেলে চাঁদপুর মডেল থানার এসআই নুরুল ইসলাম ১ বোতল ফেনসিডিল সহ মাদক সেবনকারী সোহেল খানকে আটক করে । তবে আটকের সময় ফেনসিডিল বোতলটি খালি ছিল । পুলিশ আটক সেবনকারী সোহেল খানকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর এসিল্যান্ড পঙ্কজ বড়–য়ার নিকট উপস্থাপন করা হলে তাকে ৩ হাজার টাকা জরিমানা করেন । এ ব্যাপারে চাঁদপুর সদর ভুমি অফিসের নাজির সাইফুল ইসলাম জানান,আটক মাদক সেবনকারী সোহেল খানকে মাদক আইনের ২৬ ধারায় ভ্রাম্যমান আদালত ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে । তার কাছে ১টি খালি ফেনসিডিল বোতল ছিল । সে স্বীকার করেছে মাদক সেবন করে ।