অভিজিত রায় ॥
চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী আলোচনাসভা ও গণ-স্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় চাঁদপুরের জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে মাসব্যাপী মাদক বিরোধী অভিযান ও প্রচাররণা মাসের অংশ হিসেবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল রফিক।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইনসপেক্টর তাজুল ইসলাম, চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মো, নিজাম ভুইয়া, সহকারি শিক্ষক আব্দুল আজিজ প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাদকের সর্বনি¤œ স্তর হচ্ছে ধুমপান। মাদকসেবীরা মূলত ধুমপানের মাধ্যমেই অন্যান্য মাদকে আসক্ত হয়ে পরেন। তাই সর্বপ্রথম আমাদের শপথ করতে হবে যে আমরা ধুমপান করবো না। আমরা যদি ধুমপান থেকে নিজেকে দূরে রাখতে পারি তবে মাদক কিছুতেই আমাদের স্পর্স করতে পারবে না। বক্তারা বলেন, মাদক হচ্ছে সমাজের যতো অপকর্মের মূল উৎস। মদকাসক্তরাই যতো প্রকার চুরি, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী ও খুন-খারাপি করে থাকে। নেশাগ্রস্থ যুবকের ধারাই সমাজে বেশী সংখ্যা অপরাধ হয়ে থাকে। তাই মাদক প্রতিরোধে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সমাজিক আন্দলন গড়ে তুলতে হবে। এসময় কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য চাঁদপুর জেলাকে মাদক মুক্ত জেলা হিসেবে গড়ে তোলার লক্ষে চাঁদপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে চলতি বছরের জানুয়ারি মাসকে মাদক বিরোধী অভিযান ও প্রচাররণা মাস হিসেবে ঘোসনা করা হয়েছে। পর্যায়ক্রমে জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান এবং হাট-বাজারে এসব কার্যক্র চালানো হবে বলে জানিয়েছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।