চাঁদপুর জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা
মাদক সেবনকারী ও বিক্রেতাদের এখন থেকে জেল দিতে হবে
……..নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ শাহাদাত হোসেন
স্টাফ রিপোটার ঃ চাঁদপুর জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা গতকাল (২২ মে ) রবিবার সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোঃ শাহাদাত হোসেন । অতিরিক্ত জেলা প্রশাসকজ (রাজস্ব ) আব্দুল হাই এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুজ্জামান,চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নাছির উদ্দিন আহমেদ,স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী,চাঁদপুর সদর এ এস পি (সার্কেল ) মোঃ নজরুল ইসলাম,চাঁদপুর চেম্বার অব কমার্স এর সভাপতি সুভাষ চন্দ্র রায়,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বি এম হান্নান,সাধারণ সম্পাদক সোহেল রুশদী,শাহরাস্তি পৌরসভার মেয়র আব্দুল লতিফ প্রমুখ । সভায় চাঁদপুরের নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোঃ শাহাদাত হোসেন তার বক্তব্যে বলেন,মাদক সেবনকারী ও বিক্রেতাদের এখন থেকে জরিমানা না করে সোজা জেলে দিতে হবে । সাজা দিতে হবে । তাহলেই মাদকের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব হবে । শহরের চুরি-ছিনতাই রোধকল্পে পুলিশী অভিযান আরো জোরদার করতে হবে । তিনি বলেন, বিভিন্নস্থানে গাছপালার ঝুঁলে থাকার কারনে প্রায়ই বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । এতে করে জনদুর্ভোগ বেড়ে যায় । তাই এখন থেকে পিডিবি ও পল্লীবিদ্যুত বিদ্যুত খুঁটি এবং তারের আশে-পাশের গাছ পালা কেটে ফেলতে হবে । এ ছাড়াও তিনি বলেন,ঘূর্নিঝড় রোয়ানুর চাঁদপুরে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি । এ জন্য এ কাজে সহযোগিতার জন্য সকল বিভাগ,স্বেচ্ছাসেবী সংগঠনকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ধন্যবাদ জানান । সভার আইনশৃংখলা কমিটির বিগত দিনের এবং বর্তমানে সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়ন করারও তাগিদ দেন । সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুজ্জামান তার বক্তব্যে বলেন,চাঁদপুর জেলার অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রনে রয়েছে । শহরের ইদানিংকালে সংগঠিত চুরি ঘটনায় চাঁদপুর মডেল মামলা দায়ের করা হয়েছে এবং ৩৫জন কে গ্রেফতার করা হয়েছে । এলাকা ভিত্তিক টহল পুলিশ বাড়ানো হয়েছে । কমিউিনিটি পুলিশিং ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। দিনের বেলায় কমিউনিটি পুলিশের টহল পুলিশ দেওয়ার চিন্তা-ভাবনা চলছে । ৫টি পুলিশী টহল টিম এলাকা ভিত্তিক অভিযান চালাচ্ছে । মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে । ট্রাক্টরের বিরুদ্ধে সহাসাই কঠোর ব্যবস্থা নেয়া হবে । সভায় চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নাছির উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, শহরে ট্রাক্টর,অটোবাইক,সিএনজি চলাচলে জনদুর্ভোগ বেড়ে গেছে । সেই সাথে রাস্তঘাটের ব্যাপক ক্ষতি হয় । শহরে আশংকাজনক হারে চুরি বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং তরিৎ ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ বিভাগকে অনুরোধ করেন । তিনি আরো বলেন,বিদ্যুতের ঘাটতি নেই । কিন্তু অবকাঠামো দুর্বল । খুঁটি দুর্বল । খুটিঁ ও তারের আশপাশের গাছপালা দ্রুত অপসারণ করতে হবে । মানুষের দুর্ভোগ কমাতে হবে । সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলোয়ার হোসেন,চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মতিন মিয়া,চাঁদপুর সদর উপজেলা নিবাহী অফিসার উদয়ন দেওয়ান,এনডিসি লিটুস লরেন্স চিরানসহ বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ।