ফরিদগঞ্জ : উপজেলার ফরিদগঞ্জ-রামগঞ্জ সীমান্তবর্তী লতিফগঞ্জ বাজারে ব্যবসায়ী কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে মাদক সেবন,বিক্রী, চুরি, ডাকাতি ও ইভটিজিং এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে অনুষ্ঠিত এই প্রতিবাদ কর্মসুচিতে শত শত এলাকাবাসী অংশ নেন । বেশ কিছু দিন ধরে ওই এলাকায় মাদক সেবনসহ নানান সামাজিক অপরাধ বৃদ্ধি পাওয়ায় এই কর্মসুচি পালন করা হল । প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন,
দীর্ঘ দিন থেকে রামগঞ্জ উপজেলার নয়নপুর,সোন্দড়া, ইছাপুরা ও ফরিদগঞ্জ উপজেলার লাউতলী, আদশা, মান্দারতলী গ্রামের সংঘবদ্ধ একটি চক্র এলাকায় মাদক ব্যবসাসহ চুরি, ডাকাতি, ইভটিজিংসহ নানান অপরাধ কর্মকান্ড করে আসছে। এর প্রতিবাদ করতে গিয়ে সাধারণ মানুষ একাধিকবার লাঞ্চিত হয়েছেন। দুই উপজেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিভিন্ন অপরাধ কর্মকান্ড করে ও আইনের চোখ ফাঁকি দিয়ে অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি । আশা করি বিষয়টি প্রশাসনের নজরে আসবে ।