সাখাওয়াত হোসেন মিথুনঃ
মানুষের মধ্যে এ কেমন পশুত্ব! যারা এ কাজটি করেছে তারা কি কোন মানুষের তালিকায় পড়ে? এ প্রশ্ন এলাকাবাসীর। গত শুক্রবার হাজীগঞ্জে ১০নং গর্ন্ধব্যপুর ইউনিয়নের হোটনী তালতলা মোড়ে নিতান্ত বেকার যুবক যখন প্রতিষ্ঠিত হওয়ার জন্য ব্যাবস্া খুলে বসে ঠিক তখন একটি চক্র রাতের আধারে দোকানটিতে মালামাল সহ আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আর এ কারনে এ দোকানে থাকা প্রায় ১০লক্ষ টাকার সকল মালামাল সহ ঘরটি পুড়ে যায়।
ঘটনাস্থলে গেলে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ী আঃ রশিদ কান্নাজড়িত বলেন বেকারত্ব ঘুচানোর জন্য কয়েক বছর আগে সুমী ষ্টোর নামে এ দোকানটি দেই। গত বছরের এই সময়ে এ দোকাটিতে চুরি হয়ে অনেক মালামাল নিয়ে যায় চোরের দল। এর এদিন এরা আমার দোকানটিকে পুড়িয়ে দেয়। এই বলেই আঃ রশিদ কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় তিনি আরো বলেন, অন্যান্ন দিনের মতো রাত বারোটার কিছু পরে দোকান বন্ধ করে বাড়ী চলে যাই। রাত তিনটার পরে খবর পাই কারা যেন আমার দোকানে আগুন দিয়েছে। আর দোকানে আগুন জ্বলছে। খবর পেয়ে দৌড়ে এসে দেখি দোকানটিতে আগুন জ্বলে নিভে গেছে। অর্থাৎ ততক্ষনে এ দোকানীর স্বপ্ন ও আগুনে পুড়ে গেছে।
চাঁদপুর নিউজ সংবাদ