প্রতিনিধি
ভাঙ্গা রাস্তার কারণে সিএনজি অটোরিক্সার ঝাঁকুনিতে মায়ের হাত থেকে ছিটকে পড়ে পিছনের সিএনজির অটোরিক্সার চাকায় পিষ্ট হয়ে ১৪দিন বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল দুপুর চাঁদপুর শহরের পুরাণবাজার রয়েজ রোডে এ ঘটনা ঘটে।
শিশুটির মা রাশিদা বেগম জানায়, তার বাড়ি ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বাসারা গ্রামে। তার স্বামী ইব্রাহিম দরবেশ একজন রিক্সা চালক। ১৪ দিন আগে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তার এ পুত্র সন্তানটি জন্মলাভ করে।
শিশু সন্তানটির কোনো নাম রাখা হয়নি। গতকাল সকালে রশিদা বেগম বাসারা গ্রাম থেকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে সিএনজি করে চাঁদপুরে রওয়ানা দেন। সিএনজিটি পুরাণবাজার ডিগ্রি কলেজের প্রবেশ মুখের সম্মুখে আসলে রাস্তার গর্তে পড়ে ঝাঁকুনি খায়। এতে শিশুটি দুর্ভাগা মায়ের হাত থেকে ফসকে রাস্তায় পড়ে যায়।
ওই সময় পিছন দিক থেকে আসা অন্য আরেকটি চলন্ত সিএনজি অটোরিক্সা চাকার আঘাতে শিশুটির মাথা থেতলে যায়। গুরুতর আহতবস্থায় শিশুটিকে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।