শওকত আলী,
মা ইলিশ রক্ষায় চাঁদপুরে ২২ দিনে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়। জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ বছর অভিযানে ৬১টি মামলা দায়ের করা হয়। বিপরীতে ৬১ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- ও ২৫ জেলেকে ৮৭ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। এছাড়া ২৭৫ কেজি ইলিশ ও ৭ লাখ মিটার কারেন্টজাল জব্দ করা হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, চলতি বছরের অভিযানে ৩৬ জন অসাধু জেলেকে কারাদ- দেয়া হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২০ জন, মতলব উত্তর উপজেলায় ১৫ জন ও হাইমচর উপজেলায় ১ জন।। ৬ জনকে ২ বছর, ২১ জনকে ১ বছর, ১ জনকে ১ মাস এবং ৮ জন ১৫ দিন করে কারাদ- দেয়া হয়েছে। এছাড়া ২৫ জনকে ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে সদর উপজেলায় ১৯ জন, মতলব উত্তর উপজেলায় ৩ জন, কচুয়া উপজেলায় ২ জন এবং হাজীগঞ্জ উপজেলায় ১ জন।
অভিযানে ১৩৪টি মোবাইল কোর্ট, নদীতে বিভিন্ন দপ্তরের ১৪৫টি অভিযান, ৩৩৫টি মাছঘাট পরিদর্শন, ৮৬৭টি আড়ত পরিদর্শন এবং ৪৪৯টি বাজার পরিদর্শন করা হয়। এছাড়া ২৯৭ কেজি ইলিশ আটক, ৭ লাখ ৪৯ হাজার ৯শ’ মিটার জাল আটক করে পুড়িয়ে ধ্বংস এবং ১১টি নৌকা জব্দ করা হয়েছে।
২২ দিন বন্ধ থাকার পর অবশেষে আজ থেকে শুরু হয়েছে নদীতে মাছ শিকার। নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে চাঁদপুর পদ্মা-মেঘনায় মাছ শিকারে নেমে পড়েছে জেলার ৪১ হাজার জেলে। ফলে জেলে পরিবারে শুরু হয়েছে উৎসবের আমেজ। তবে এ বছর মা ইলিশ রক্ষায় জেলেদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ইলিশ উৎপাদন বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
দেশের ইলিশ সম্পদ রক্ষায় সরকারের নিষেধাজ্ঞা অনুযায়ী গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশের মতো চাঁদপুরের পদ্মা-মেঘনায় জাল ফেলা বন্ধ থাকে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান জানান, এবছর ২২ দিনের অভিযানে ৬১ টি মামলা দায়ের করা হয়। বিপরীতে ৬১ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- ও ২৫ জেলেকে ৮৭ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।
শিরোনাম:
রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।