অভিজিত রায় ॥
চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় বিজয় মেলা মঞ্চে হরিজন শিল্পগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ডিসেম্বর শনিবার রাত ৮টায় এ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। হরিজন শিল্পগোষ্ঠীর সভাপতি কার্তিক দাস ও সাধারণ সম্পাদক বিধান চন্দ্র (জনি) দাসের সার্বিক ব্যবস্থাপনায় এবং মাস্টার খোকন দাসের পরিচালনায় এ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশাল, প্রদীপ, কার্তিক দাস, খোকন দাস, নিপা চন্দ, রনি দাস, সুমিতা দাস। নৃত্য পরিবেশন করেন মোহিনী, অপর্না, দৃষ্টি, মণিষা, কৃষিকা। এছাড়া আরো ছিলেন প্রান্ত, ওম, কিশান, সিমান্ত, রাহুল, সুমীত, দীপা, শিখা, কুসুম। যন্ত্র সংগীতে ছিলেন অজিত, তারুণ, শোভ, মানব, প্রিন্স, শুভ্র রক্ষিত, শিবা দাস, খোকন দাস, রণি দাস ও রাজিব চৌধুরী। হরিজন শিল্পগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানটি দর্শক শ্রোতা আনন্দের সাথে উপভোগ করেন। পরে রাত ৯টায় রিমঝিম সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।