মুসাদ্দেক আল আকিব
॥ চাঁদপুরের কৃতী সন্তান বীর মু্িক্তযোদ্ধা ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেন্স কর্পারাল মোঃ শাহজাহান সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শাহজাহান সরকার (৬১) মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পর ১৯৭৩ সালে সেনাবাহিনীতে যোগদান করেন। তিনি সেনাবাহিনীর লেন্স কর্পারাল পদে থাকা অবস্থায় ১৯৮৮ সালে চাকুরিজীবন ছেড়ে অবসর গ্রহণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। গত ০৬ জুন সিএমএইচ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বিকেল চারটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না……. রাজেউন)। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল সকালে মরহুমের মরদেহ চাঁদপুরের দর্জি ঘাট এলাকায় তার নিজ বাসায় আনা হয়। এ সময় সেনাবাহিনীর কুমিলা ক্যান্টরম্যান্ট এর মেজর সানবীর হাসানের নেতৃত্বে লেঃ রেজাউল ইসলাম, সেকেন্ড নাজমুল হাসান, ৩ জেসিও সহ ৫৭ জনের সেনাবাহিনীর একটি টিম শাহজাহান সরকারের লাশ বহন করে চাঁদপুরে নিয়ে আসে। দর্জি ঘাট এলাকার গুনরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা দেলোয়ার হোসেন শেখ। চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক ফিরোজের নেতৃত্বে মুক্তিযোদ্ধা শাহজাহান সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন চাঁদপুর পুলিশ লাইনের পুলিশ সদস্যরা। গার্ড অব অনার গ্রহণ করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর। নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর ও সদর থানার নির্বাচিত কমান্ডার আবুল কালাম চিশতি মরহুমের কফিনে মুক্তিযুদ্ধের পতাকা দিয়ে ঢেকে দেন। পরে মুক্তিযোদ্ধা শাহজহাান সরকারকে সদর থানা মুক্তিযোদ্ধা সংসদের প থেকে ফুলেল শ্রদ্ধা জানান আবুল কালাম চিশতি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর থানা মুক্তিযোদ্ধা সংসদের নব নির্বাচিত কমান্ডার আবুল কালাম চিশতি। জানাজা শেষে সেনা সদস্যরা সম্মান জানিয়ে মরহুমের লাশ বহন করে তার পারিবারিক কবরস্থানের সামনে নিয়ে আসে। দাফন চলাকালে সেনাবাহিনীর মেজর সানবীর হাসানের উপস্থিতিতে সেনা সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন এবং রাষ্ট্রীয় মর্যাদার সম্মান জানিয়ে ৩ দফায় খোলা স্থানে সেনা সদস্যরা ফায়ার করে। এ সময় রাষ্ট্রীয় গার্ড অনারের সেনা সদস্যরা সম্মান প্রদর্শন করেন এবং জাতীয় ও সেনাবাহিনীর পতাকা উত্তোলন করেন। সেনা প্রধানের পে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন মেজর সানবীর হাসান। মরহুম শাহজাহান সরকার বীর মুক্তিযোদ্ধা হওয়ায় সেনাবাহিনীর প থেকে তার পরিবারের উত্তরাধীকারী একমাত্র ছেলে সেনাবাহিনীর লেন্স কর্পারাল ২১ বেঙ্গল সদস্য শামীম হোসেন সোহাগের হাতে মেজর সানবীর হাসান পতাকা তুলে দেন। সেনাবাহিনীর প থেকে দাফন শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সেনাবাহিনীর ২ সিগনাল ব্যাটালিয়ানের ধর্মীয় শিক মোঃ এনামুল হক। জানাজায় উপস্থিত ছিলেন সদর থানা মুক্তিযোদ্ধা সংসতের ডেপুটি কমান্ডার দুলাল ভূঁইয়া, সদস্য বাসুদেব মজুমদার, সুলতান মিয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম বরকন্দাজ, শাহাজাহান গাজী, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শাহজাহান চোকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিরোনাম:
বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।