গ্রেফতারের চারদিন পর সোমবার দুপুরে জামিনে মুক্তি পেলেন হাজীগঞ্জ শহর ছাত্রলীগের সভাপতি শুকুর আলম শুভ।
বৃহস্পতিবার রাতে হাজীগঞ্জ পশ্চিম বাজার সারা এন্টারপ্রাইজ থেকে হাজীগঞ্জ থানা পুলিশের এসআই এরশাদ তাকে গ্রেফতার করেন। ওইদিন পৌরসভাধীন ড্রেন নির্মাণ কাজে বাঁধাদান ও চাঁদাদাবীর অভিযোগ মিথ্যা দাবী করে শুকুর আলম শুভ’র ব্যবসায়ী কার্যালয় সারা এন্টারপ্রাইজে এক সংবাদ সম্মেলন করেন।
হাজীগঞ্জ পৌরসভার অর্থায়নে ড্রেনেজ নির্মাণে নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহার বাঁধা দেয়ায় চাঁদাবাজী মামলার শিকার হন শুকুর আলম শুভসহ কয়েকজন।
গত ২৮ আগস্ট ঠিকাদার মেসার্স আহসান হাবীব অরুনের ফার্মের ম্যানেজার সাইফুল ইসলাম আমিসহ আরো ২ জনকে আসামী করে ৫ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ এনে হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
উল্লেখ্য,শনিবার বিকেলে চাঁদপুর সরকারী কলেজের ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হান্নান গাজীর নেতৃত্বে শুকুর আলম শুভ’র নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ।
শিরোনাম:
শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।