প্রতিনিধি :
চাঁদপুরের মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ যাত্রীদের সন্ধানে দ্বিতীয় দিনের মতো উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার সকালের এ দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১০ জন।
বুধবার সকাল ৯টায়, ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধার কাজ শুরু করে ডুবুরি দল। এসময়, নদীর পাড়ে উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে দেখা যায় নিখোঁজ পরিবারের সদস্যদের। এর আগে মঙ্গলবার সন্ধ্যায়, বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা স্থগিত করা হয়।
এদিকে, নিখোঁজ প্রত্যেকের পরিবারকে ১০ হাজার এবং আহতদের চিকিৎসার জন্য ৫ হাজার টাকা করে অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন।
উল্লেখ্য, গতকাল সকালে, মেঘনা নদীতে পণ্য বোঝাই জাহাজের ধাক্কায় ডুবে যায় ‘এমভি রবিন’ নামে একটি ট্রলার।