নিজস্ব প্রতিবেদক: শাহতলী স্টেশনের পাল্টিপাড়া নামক স্থানে দূর্ঘটনায় কবোলিত হয়ে আটকা পড়া মেঘনা এক্সপ্রেস ট্রেনটিতে থাকা প্রায় ৩শতাধিক যাত্রীর নাস্তা ও দুপুরের খাবারের ব্যবস্থা করলেন ওই এলাকার বাসিন্দারা। বুধবার ভোরে দূর্বৃত্তকারীদের নাশকতায় ট্রেনটি আটকা পড়লে চরম দূর্ভোগের শিকার হয়ে পড়ে দেশের দক্ষিণ অঞ্চল থেকে আসা যাত্রী সাধারণ। ওই এলাকায় যাত্রীদের খাওয়া-দাওয়া করার কোন ব্যবস্থা না থাকায় এবং চাঁদপুরে হরতাল ও অবরোধের কারণে ওই স্থান থেকে অন্য রুটে যেতে পারেনি। কোন ধরনের উপায় অন্ত না পেয়ে এসব মানুষ ট্রেনের মধ্যেই অবস্থান নেয়। তাদের এ দূর্ভোগে এগিয়ে আসে এলাকাবাসী। এলাকার লোকজন নিজেদের উদ্যোগে ভাগাভাগি করে আটকা পড়া নারী-পুরুষদের সাময়িক অতিথি হিসেবে নাস্তা ও খাওয়ার ব্যবস্থা করেন। যারা এ খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন এদের মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে: বড় শাহতলী এলাকার গাজী বাড়ীর আব্দুল হালিম, খান বাড়ীর সেকান্দর খান, রশিদ খান, দেলোয়ার খান সহ অনেকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটকা পড়া ট্রেনটি উদ্ধার ও চাঁদপুর-লাকসাম রেলপথ সচল করার উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ট্রেনে থাকা যাত্রীরা অনিশ্চিয়তা ও উৎকন্ঠার মধ্যে দিন অতিবাহিত করে রাত্রী যাপন করবেন। উদ্ধারকারী কর্মকর্তাদের সাথে আলাপ করে জানাগেছে উদ্ধার কার্যক্রম শেষ হলে রাতেই মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। অপরদিকে চাঁদপুর থেকে আজ বৃহস্পতিবার মেঘনা এক্সপ্রেস ট্রেন চাঁদপুর থেকে ছেড়ে যাবে না।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।