মতলব উত্তর উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন লিমিটেড এর জরুরি সভা অনুষ্ঠিত হয়। এসোসিয়েশসেন সভাপতি এম এ কুদ্দুসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) এম রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী গাজী ইয়ার আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অফিসার ইনচার্জ খান মো. এরফান, প্রকল্পের উপ-সম্প্রসারণ কর্মকর্তা আঃ মতিন।
সংসদ সদস্য এম রফিকুল ইসলাম বলেন, মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প নির্মাণের ফলে এ উপজেলার মানুষের জীবনযাত্রায় আধুনিকতার ছোঁয়া লেগেছে। এ অঞ্চল ছিলো নিচু। ফলে বছরের বেশিরভাগ সময়ই এখানে পানি জমে থাকতো। বছরে একটি মাত্র ফসল হতো এবং নৌকাই ছিলো এ অঞ্চলের মানুষের যাতায়াতের একমাত্র বাহন। সেচ প্রকল্প নির্মাণের ফলে বর্তমানে এখানে বছরে ৩টি ফসল ফলে, সড়ক যোগাযোগের ব্যবস্থা হয়েছে এবং সব মিলিয়ে এখানকার জীবনযাত্রার মানে আধুনিকতার ছোঁয়া লেগেছে। কাজেই নিজেদের স্বার্থেই এই মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পকে টিকিয়ে রাখতে হবে।
মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প নির্মাণ ১৯৮৭-৮৮ অর্থবছরে শেষ হয়। ১৭ হাজার ৫শ’ ৮৪ হেক্টর জমি নিয়ে এ সেচ প্রকল্প তৈরি হয়েছে। প্রতি বছর প্রায় সাড়ে নয় হাজার হেক্টর জমিতে চাষ হয় বিভিন্ন ধরনের ফসল। প্রতি বছর পানি উন্নয়ন বোর্ড এই মৌসুমে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থা করে। অন্যান্য সময় কৃষকরা তাদের নিজস্ব কায়দায় শ্যালো মেশিন দিয়ে জমিতে পানি দেয়ার ব্যবস্থা করে থাকে। সঠিক সময় পাউবো পানি না ছাড়ায় সব জায়গায় পানি পৌঁছানো সম্ভব হয় না। আবার সেচ খালের সাথে বরোপিট করার কারণে ক্যানেল ভেঙ্গে যায়। ফলে কৃষক ঠিকমতো পানি জমিতে দিতে পারে না। পাউবো কর্তৃপক্ষ মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পকে টিকিয়ে রাখতে কোন প্রকার উদ্যোগ গ্রহণ করছে না। আগামিতে সঠিক সময় সেচের পানি দিয়ে প্রকল্পের কৃষককে খাদ্য উৎপাদনে সহায়তা করতে আহবান জানান। সেচ প্রকল্পের জমি লীজ দেয়ার নামে কর্মকর্তারা মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। ভূমি বর্তমান অবস্থার কথা বিবেচনা না করে অর্থের লোভে লীজ দিচ্ছে। আর এ লীজকে কেন্দ্র করে এনায়েতনগরের লিয়াকত হত্যাকা-। ব্যক্তিস্বার্থের চেয়ে জনস্বার্থকে গুরুত্ব দিয়ে কর্মকর্তাদের কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাইয়ূম মজুমদার, মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধা, ইউপি চেয়ারম্যান গোলাম কাদির মোল্লা, আজমল হোসেন চৌধুরী, ইঞ্জিনিয়ার আবুল কালাম ও দেওয়ান আবুল খায়ের, সাংবাদিক কামাল হোসেন খান, প্রকল্পের শাখা ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এর আগে সেচ প্রকল্পের বিভিন্ন টার্নআউট কমিটির সভাপতি ও সম্পাদকরা তাদের অঞ্চলে বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।