প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করবেন। প্রায় সাড়ে ৩৪ হাজার কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হচ্ছে উত্তরা-মতিঝিল-কমলাপুর মেট্রোরেল। তবে শুরুতে ট্রেন চলবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। মতিঝিল পর্যন্ত ট্রেন চলতে সময় লাগবে আরো এক বছর। গতকাল এসব তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।
তিনি জানান, ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধনের জন্য তারিখ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠান হবে আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিকল্পনা অনুযায়ী, উদ্বোধনের পর আগারগাঁও স্টেশন থেকে একটি ট্রেনে উঠবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো সারসংক্ষেপ অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টায়।
উদ্বোধনের পর মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল শুরু হলেও তা সীমিত সময়ের জন্য রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ডিএমটিসিএলের কর্মকর্তারা। অর্থাৎ উদ্বোধনের পর মেট্রোরেল সকালে ‘কিছু সময়ের জন্য’ এবং বিকালে ‘কিছু সময়ের জন্য’ যাত্রী পরিবহন করবে। ‘কিছুদিন’ এভাবে চলাচলের পর ধীরে ধীরে সময় বাড়ানো হবে এবং একসময় ‘ভোর’ থেকে ‘মধ্যরাত’ পর্যন্ত পুরোদমে শুরু হবে মেট্রোরেল চলাচল।
উত্তরা-আগারগাঁওয়ের মধ্যে মেট্রোরেলের স্টেশন রয়েছে নয়টি। এর মধ্যে উত্তরায়ই পড়েছে তিনটি স্টেশন। স্টেশনগুলোর নাম দেয়া হয়েছে ‘উত্তরা নর্থ’, ‘উত্তরা সেন্টার’ ও ‘উত্তরা সাউথ’। এর পরের স্টেশনগুলো হলো পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও। মেট্রোরেলের যাত্রীরা এসব স্টেশন থেকে ওঠানামা করতে পারবে।
আর উত্তরা থেকে ফার্মগেট, মতিঝিল ও কমলাপুর পর্যন্ত যেসব যাত্রী রয়েছে, তাদের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) শাটল বাসের ব্যবস্থা করা হয়েছে। যেসব যাত্রী উত্তরা থেকে ফার্মগেট, মতিঝিল বা কমলাপুরে যাবে, তারা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলে ভ্রমণ করবে। এরপর তাদের বিআরটিসির শাটল বাসে করে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেয়া হবে। যাত্রীদের এ সুবিধা দেয়ার জন্য এরই মধ্যে বিআরটিসির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ডিএমটিসিএল। ২০২৩ সালের ডিসেম্বরে যখন মেট্রোরেল মতিঝিল পর্যন্ত চালু হয়ে যাবে তখন বিআরটিসির এ শাটল সেবা উঠিয়ে দেয়ার কথা জানিয়েছেন ডিএমটিএলের কর্মকর্তারা।
প্রতি কিলোমিটারে ৫ টাকা ধরে মেট্রোরেলের ভাড়া নির্ধারণ করা হয়েছে। তবে সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ২০ টাকা। এ টাকা দিয়ে আগারগাঁও থেকে মিরপুর ১০ স্টেশন পর্যন্ত ভ্রমণ করা যাবে। আর আগারগাঁও থেকে মিরপুর ১১ বা পল্লবী স্টেশনে যেতে গুনতে হবে ৩০ টাকা। একইভাবে আগারগাঁও থেকে উত্তরা সেন্টার স্টেশনে ৪০ টাকা ও উত্তরা নর্থ স্টেশনের ভাড়া ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
ডিএমটিসিএল সূত্রে জানা গিয়েছে, যেসব যাত্রী স্মার্টকার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধ করবে, তারা ভাড়ায় ১০ শতাংশ ছাড় পাবে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা বিনাভাড়ায় মেট্রোরেলে ভ্রমণ করতে পারবেন।