শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলার মৈসাদি ইউনিয়নের পাওনা টাকা চাওয়ায় পাওনাদারকে অপহরন করে তুলে নিয়ে যাওয়ার সময় বাঁধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার বিকেল ৪ টায় উত্তর মৈসাদিতে এই হামলার ঘটনা ঘটে। গুরুত্তর আহত অবস্থায় বাবু মুন্সীকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে এনে ভর্তি করায়। জানা যায়, উত্তর মৌসাদির তাফাজ্জল মুন্সীর তার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য উত্তর মৈসাদি এলাকার লোকমান কাছে যায়। লোকমান বিদেশে পাঠাবার নামে তাফাজ্জল মুন্সীর কাছ থেকে অগ্রীম বাবদ ৫৪ হাজার টাকা নেয়। কিন্তু বেশ কয়েকমাস পেরিয়ে যাবার পরেও সে বিদেশ নিতে না পারায় তাফাজ্জল মুন্সী তার টাকা চায়। সেই টাকা চাওয়ায় ঘটনার দিন বিকেলে লোকমানের ছেলে আজাদ(৩০) ও আরজু(২৬) বেশ কয়েকজন সন্ত্রাসীদের নিয়ে উত্তর মৈসাদি মুন্সী বাড়ির সামনে গিয়ে তাফাজ্জল মুন্সীকে যোর করে ধরে সিএনজিতে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। এ সময় তার ডাকচিৎকারে ছেলে বাবু মুন্সী এসে অপহরনকারিদের বাঁধা দিলে তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে আহত করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে অপহরনকারিরা পালিয়ে যায় বলে আহতের পরিবাররা জানায়। আহত বাবুকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে এনে ভর্তি করায়। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানা যায়।