ফাহিম শাহরিন কৌশিক খান ====
১৮ দলীয় জোটের ডাকা ৩য় দিনে চাঁদপুর শহরের মিশন রোডে ও চান্দ্রা ইউনিয়নের বাখরাপুরে একটি মোটরসাইকেল এবং একটি অটোরিক্সা ভাংচুর করে পেট্রোল ঢেলে আগুনে জ্বালিয়ে দিয়েছে পিকেটাররা। গতকাল সোমবার সন্ধ্যায় এ অগ্নিকান্ডের ঘটনায় তিন জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাইমচরের মোঃ সেলিম মিয়ার ছেলে মোঃ দুর্জয় (২৫) একটি জারা ১০০ সি সি মোটর সাইকেল চাঁদপুর থেকে কাজ শেষে হাইমচর আসছিলো। চাঁদপুর সদর উপজেলা ১২ নং চান্দ্রা ইউনিয়নের বাখরাপুর সরকারি ক্লিনিকের সামনে বিকেল সাড়ে ৫ টায় আসলে পূর্বে থেকে ওঁৎ পেতে থাকা যুবদলের ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী বাহিনী পিস্তল ঠেকিয়ে ফিম্লি স্টাইলে দূর্জয়কে ধরে রাস্তার পাশে ধান ক্ষেতে নিয়ে যায়। তারা তাকে বেধম পিটিয়ে রক্তাক্ত জখম করে সাথে থাকা নগদ অর্থ ছিনতাই করে নিয়ে মোটর সাইকেলটি পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। তার আর্তচিৎকারে স্থানীয়রা দৌড়ে এসে আহত অবস্থায় দূর্জয়কে উদ্বার করে হাসপাতালে নিয়ে আসে।
এদিকে শহরের মিশন রোড এলাকার আবুলের দোকানের সামনে ৬জন পিকেটার সন্ধ্যা ৬টায় চলন্ত অটোরিক্সায় ভাংচুর করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এসময় চালক আনোয়ার হোসেনসহ এক যাত্রী আহত হয়। খবর পেয়ে মডেল থানার উপ-পরিদর্শম গৌতম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে আগুনে ভস্মিভূত হওয়া অটোরিক্সাটি থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।