মতলব প্রতিনিধি: মতলব উত্তর উপজেলার মতলব-শ্রীরায়েরচর মহাসড়কের হরিণা কবরস্থান এলাকায় রোববার বিকেলে সাড়ে ৩টায় মোটর সাইকেল আরোহী মতলব দক্ষিণ উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল করীম সরকার নিহত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেলে দাউদকান্দি থেকে মোটর সাইকেল যোগে মতলব দক্ষিণ উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল করীম সরকার মতলব দক্ষিণে যাওয়ার পথে হরিণা কবরস্থান বরাবার আসলে বিপরীত দিক থেকে আসা পিক-আপ মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী মারা যায়।
পিক-আপ নিয়ে চালক পালিয়ে যায়।বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল করীম সরকার মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সানকিভাংগা গ্রামের মৃত. লোকমান হোসেন সরকারের ছেলে।