স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর শহরের পুরাণবাজার ডব্লিউ রহমান ঝুট মেইল ঘাটে মোবাইল ছিনতাই ঘটনায় প্রতিবাদ করায় সোহেল (২২) নামে কুপিয়ে যখম করেছে ছিনতাইকারী চক্র। রক্তাত্ব অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে পথচারিরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তারা অবস্থা আশংকা জনক দেখে হাসপাতালের কর্তবরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৯ টায় ডব্লিউ রহমান ঝুট মেইলস্ ঘাট সংলগ্ন এলাকায়। আহতদের পরিবার সূত্রে জানাযায় ৮নং বাগাদি ইউনিয়নের বাসিন্দা সোহেল তার বন্ধু রহমতপুর কলোনীর সিহাব ও তালহাকে নিয়ে মেইল ঘাট দিয়ে যাওয়ার পথে ছিনতাইকারী তাদের মোবাইল ছিনিয়ে নেয়। এসময় সোহেল প্রতিবাদ করলে তাকে পূর্ব শ্রীরামদির কয়েকজন ঘাট এলাকা থেকে ধরে নির্জন জায়গায় নিয়ে কুপিয়ে যখম করে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। অজ্ঞান অবস্থায় পথচারিরা তাকে দেখতে পেয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সে হাপতালে মুহুর্শ অবস্থা রয়েছে। এই ঘটনায় ছিনতাইকারীদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।