প্রতিনিধি
চাঁদপুরের ঐতিহ্যবাহী বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতী সংসদের আলোচনা সভা ও সাংস্কৃতীক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর রোটারী কাবে সংগঠনের সভাপতি চিত্র শিল্পি অজিত দত্তের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলমগীর হোসেন এর পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্্য রাখেন, বিশিষ্ট লেখক ডাঃ পিযুষ কান্তি রায়,চাঁদপুর পৌরসভার কাউন্সিলর ফরিদা ইলিয়াস, শিশু থিয়েটারের প্রতিষ্ঠাতা পি এম বিল্লাল, অ্যাড. জসিম উদ্দিন মিলন, অনন্যা নাট্য গোষ্ঠির সাধারন সম্পাদক মৃণাল সরকার, শিশু একাডেমির কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি দত্ত একজন দেশ প্রেমিক বীর সেনা ছিলেন। এ মহান বীর সেনার নামে এ সংগঠনটি থাকায় মুক্তিযোদ্ধাদেও সন্মান জানানো হয়েছে। এ সংগঠনের অনেক ছাত্র ছাত্রীরা জাতীয় পর্যায়ে স্থান করে নিচ্ছে। প্রতি বছর বিভিন্ন সাজিক ও দেশাত্ববোধক সকল অনুষ্ঠানে মোহন বাঁশি স্মৃতী সংসদের ব্যাপক কার্যক্রম থাকায় সংগঠনের সাথে জড়িতরা নিজেদের সুপ্ত প্রতিভা প্রকাশের সুযোগ পায়। গতকালকের অনুষ্ঠানে সংগঠণের প্রাক্তন এবং চলতি সকল ছাত্র ছাত্রীরা তাদেও অভিভবকরা স্বতঃস্পূর্তভাবে অংশ গ্রহন করে। আলোচনা সভা শেষে সংগঠনের নিজস্ব শিল্পি এবং কলাকুশলীরা সাংস্কৃতীক সন্ধ্যার আয়োজন কওে া
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।