শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর লঞ্চঘাটে পারাবত ১৪ যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে একটি রিভারলবার, ২টি বুলেট,বিদেশী মদ ও গাজা সহ ৫ জনকে আটক করার ঘটনায় চাঁদপুর মডেল থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। রিভারলবার, ২টি বুলেট,বিদেশী মদ ও গাজা উদ্ধার করার নৌ-পুলিশের ইনচার্জ মোশারফ হোসেন বাদি হয়ে অস্ত্র মামলা দয়ের করে। কেবিনে আটকে রেখে যুবক যুবতিকে নির্যাতন করে শিলতাহানি করার অপরাধে দিনা বেগম (২৯) বাদি হয়ে চাঁদপুর মডেল থানায় শিশু ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের করে। গত সোমবার দুপুরে পুলিশ আটকৃতদের আদালতে প্রেরন করলে তাদের জামিন নাকোচ করে জেলা কারাগারে প্রেরন করে।
উল্লেখ্য, গত রবিবার রাত ১২ টায় পুলিশ পারাবত ১৪ যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে রিভারলবার, ২টি বুলেট,বিদেশী মদ ও গাজা সহ ৫ জনকে আটক । এ ঘটনায় নৌ-পুলিশ বাদী হয়ে আটককৃত মাদারীপুরের সমিতির হাটের আতাহার মোল্লার ছেলে সুজন (২০), তার মা বুলবুলি বেগম (৫০) ঢাকা জুরাইন এর মফিজের ছেলে রজব (১৯) আতিক উল্লার ছেলে ইমরান (২০) হারুনের ছেলে সাব্বির (১৮) কে আসামী করে মামলা দায়ের করেছে। ঢাকা জিঞ্জিরার ওমর ফারুকের স্ত্রী দিনা বেগম (২৯) তার পরকিয়া প্রেমিক মাদারিপুর হবুল পাতিয়া গ্রামের দুলাল চকিদারের ছেলে মোঃ সোহেল তানভির (২৬) এর সাথে ঢাকা থেকে মাদারীপুরের উদ্দেশ্যে পারাবত-১৪ লঞ্চে ওঠে। লঞ্চটি ঢাকা থেকে রাত সাড়ে ৮টায় ঘাট থেকে ছাড়ার পর ঐ যুবক যুবতি লঞ্চের ২য় তলায় ৩৩৭ নং ষ্টাফ কেবিন ভাড়া নিয়ে আবস্থান করেন। এ সময় লঞ্চে থাকা ৪ অস্ত্রধারী সন্ত্রাস তাদেরকে দেখতে পেয়ে পিছু নেয়। লঞ্চ ছাড়ার ১ ঘন্টা পর ৪ সন্ত্রাসী সেই কোবনে প্রবেশ করে নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে পরকিয়া প্রেমিক সোহেল তানভিরকে বের করে ৩য় তলায় সন্ত্রাসীদের ৩৩২ নং কেবিনে আটকে রাখে। এসময় যুবক যুবতির সাথে থাকা মোবাইল সহ নগদ টাকা ছিনিয়ে নেয়। তার পর থেকে শুরু হয় তাদের উপর অমানবিক নির্যাতন। ৩য় তলায় হট্রগোল দেখে মাষ্টার এনায়েত উদ্দিন নির্যাতনের খবর জানতে পেরে চাঁদপুর নৌ-পুলিশ ও ডিবি পুলিশকে মোবাইলে অবহিত করেন। নৌ পুলিশের অতিরিক্ত পলিশ সুপার এ বি এম নুরুজ্জামান ও নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মোশারফ হোসেন এএসআই ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে নৌ টার্মিনালে অবস্থান করে। ঢাকা থেকে মাদারীপুর গামী পরাবত ১৪ লঞ্চটি নৌ পুলিশের নির্দেশে চাঁদপুর লঞ্চঘাটে ভিরানো হয়। পরে নৌ পুলিশ লঞ্চে তল্লাশী চালিয়ে ২য় তলার ষ্টাফ কেবিন থেকে যুবতি দিনা বেগমকে উদ্ধার করে। পরে সন্ত্রাসীদের কেবিনে আটকে রাখা যুবক সোহেল তানভিরকে উদ্ধার করে। এসময় সন্ত্রাসীদের ৩৩২ নং কেবিনটি তল্লাশী চালিয়ে একটি রিভারলবার, ২টি বুলেট, বিদেশী মদ ও গাজা জব্দ করে। এসময় ৪ সন্ত্রাসী ও ঘটনার সাথে জড়িত এক মহিলাকে আটক করে নৌ ফাড়িতে নিয়ে আসে।